গাফিলতির নালিশ, অবরোধ-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
গুলিবিদ্ধ নৈশপ্রহরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার সকালে থেকেই চাকুলিয়ার মনোরার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে এলাকার রবাজারে পাহারা দিচ্ছিলেন এক নৈশপ্রহরী তথা মনোরার বাসিন্দা মোহন রবি দাস। সে সময় জনা ছয়েক দুষ্কৃতী একটি দোকানের সাটার ভাঙ্গতে গেলে রতন তাদের বাধা দিতে এগিয়ে যান। মোহনবাবুকে লক্ষ করে গুলি করে দুষ্কৃতীরা। এলাকার ব্যবসায়ীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়. এলাকাবাসী মোহনবাবুকে প্রথমে বিহারের কিশানগঞ্জ ও পরে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, ভর্তি করার পর পাঁচ ঘণ্টা কেটে গেলেও চিকিত্সা শুরু করেন নি হাসপাতালের চিকিত্সকেরা। ঘটনার খবর এলাকায় ছড়াতেই বাসিন্দারা অবরোধ শুরু করেন। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
|
সুপারকে শো-কজ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রাজ্য স্বাস্থ্য দফতরে ভুয়ো রিপোর্ট পাঠানোর অভিযোগে শোকজ করা হল বালুরঘাট হাসপাতালের সুপার বুদ্ধদেব মন্ডলকে। গত বৃহস্পতিবার তাঁকে শোকজ করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের বর্হিবিভাগে সরকারি নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৯টায় চিকিৎসকদের উপস্থিতির হার রাজ্য স্বাস্থ্য বিভাগে এসএমএস করে জানাতে হয়। অথচ ২৯ এপ্রিল হাসপাতালের ২৯ জনের মধ্যে ১০ জন অনুপস্থিত থাকলেও সুপার ২৮ জন উপস্থিত আছে বলে রিপোর্ট দিয়েছিলেন বলে অভিযোগ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মন্ডল বলেন, “ভুয়ো উপস্থিতির তথ্য পাঠানোর অভিযোগে সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।” |