|
|
|
|
টুকরো খবর |
নাবালিকা উদ্ধার হয়নি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
দেড় মাস আগে অপহৃত এক নাবালিকাকে উদ্ধার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মোহনপুর থানা এলাকার আদলপুর গ্রামে। অভিযোগ, দুই অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেফতার করছে না। প্রসঙ্গত, ওই নাবালিকার বাবা ১৩ মার্চ থানায় আঁতলা গ্রামের বাসিন্দা হাবিব খাঁ, কোটন খাঁ, মুসুর খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানা ব্যবস্থা না নেওয়ায় ২৬ মার্চ জেলা পুলিশ সুপার ও ২৪ এপ্রিল জেলাশাসকের কাছে অভিযোগ জানান। কিন্তু, কোনও তরফেই সদর্থক ভূমিকা না নেওয়ায় গ্রাম জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিক বলেন, “মূল অভিযুক্ত দুই নাবালিকাকে নিয়ে এলাকা ছাড়া। একাধিকবার তল্লাশি চালিয়েও তাঁদের নাগাল পাওয়া যায়নি।” আঁতলার পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল সংখ্যালঘু সেলের মোহনপুর ব্লক সভাপতি সাদেক খান বলেন, “হাবিব বহু বিবাহিত। ও অসামাজিক জীবনযাপন করে। এ ব্যাপারে গ্রামবাসীদের বারবার সচেতন করা হয়েছে। কিন্তু সুযোগ পেয়ে ফের অপরাধ করেছে।” তিনি হাবিবকে গ্রেফতার ও নাবালিকাকে উদ্ধারের দাবি জানান। ওই নাবালিকার বাবার অভিযোগ, ১২ মার্চ তাঁর দুই মেয়ে প্রতিবেশি এক ব্যক্তির বাড়ির পুজো দেখে বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্তরা বাইকে তাঁদের এসে তুলে নিয়ে যায়। স্থানীয়েরা পিছু ধাওয়া করেও তাঁদের ধরতে পারেনি।
|
ছাত্রের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
এক স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল দাঁতনের ভাটপাড়া গ্রামে। মৃতের নাম শান্তনু প্রামাণিক (১৫)। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহটি দেখতে পান গ্রামবাসীরা। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশনে বেরিয়েছিল ওই ছাত্র। তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। |
|
|
|
|
|