বাজারের প্রত্যাশা মেটাতে পারল না রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি। শুধুমাত্র ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে গভর্নর সুব্বারাও স্পষ্ট ইঙ্গিত দিলেন, এর থেকে বেশি কিছু করার উপায় ছিল না। একই সঙ্গে জানিয়ে দিলেন, যা পরিস্থিতি, তাতে আগামী দিনেও ফের সুদ কমানোর পথ সংকীর্ণ। আর এই ‘জোড়া ধাক্কায়’ শুক্রবার নেমে গেল শেয়ার বাজার। সেনসেক্স পড়ল প্রায় ১৬০ পয়েন্ট। বাজারের পতনে ইন্ধন জুগিয়েছে চলতি অর্থবর্ষে বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসও। শীর্ষ ব্যাঙ্কের দাবি, এই বছর বৃদ্ধি দাঁড়াবে ৫.৭%। যা কেন্দ্রের ঘোষিত সম্ভাবনার (৬.১-৬.৭%) থেকে নীচে। রিজার্ভ ব্যাঙ্ক এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে এই আশায় গত ক’দিন ধরেই পারদ চড়ছিল বাজারে। আশা ছিল, শীর্ষ ব্যাঙ্ক সুদ ও নগদ জমার অনুপাত কমালে কমবে গাড়ি ঋণ, বাড়ি ঋণে মাসিক কিস্তির অঙ্ক। ফলে চাহিদা বাড়বে ওই সব শিল্পে। যার হাত ধরে চাঙ্গা হবে দেশের অর্থনীতি। কিন্তু এ দিন তা না হওয়ায় নেমে গিয়েছে সেনসেক্স। সুদের প্রভাব পড়ে যে সব শিল্পে, সেই ব্যাঙ্ক, আবাসন ও গাড়ির শেয়ার দরই সব থেকে বেশি পড়েছে।
|
খাদি ও গ্রামীণ শিল্প নিয়ে শিবির শুরু পূর্বস্থলীতে |
আগামী ৫ মে পূর্বস্থলীতে হতে চলেছে খাদি গ্রামোদ্যোগ ও গ্রামীণ শিল্প বিষয়ক একটি শিবির। পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় এলাকার গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাটে হবে ওই শিবির। চলবে ২১ মে পর্যন্ত। শুক্রবার মহকুমাশাসকের কার্যালয়ে এ নিয়ে একটি বৈঠক হয়। ছিলেন মহকুমাশাসক চিরন্তন প্রামাণিক, খাদির জেলা আধিকারিক মলয়কান্তি বিশ্বাস, জেলা শিল্প উন্নয়ন আধিকারিক শেলি মৈত্র, বিডিও তপন কুমার মণ্ডল ও এক্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিসকুমার চৌধুরী। মহকুমা প্রশাসন সূত্রে খবর, ওই শিবিরে খাদির বিভিন্ন পণ্য রাখা হবে। বাড়াতে খাদি বোর্ডের বিভিন্ন পরিকল্পনা ও সেখান থেকে সাধারণ মানুষ কী কী সুবিধা পেতে পারেন তা জানানো হবে ওই শিবিরে। মহকুমাশাসক আরও জানান, অনুষ্ঠানে সহযোগিতা করবে পুলিশ, স্বাস্থ্য, দমকল, বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কারিগরি দফতর। জেলায় একই সময়ে রয়েছে আরও দু’টি প্রদর্শনী। বর্ধমান সদরে কৃষি ও কৃষি বিপণন নিয়ে প্রদর্শনী ও দুর্গাপুর মহকুমার পানাগড়ে জলের উৎস নিয়ে একটি প্রদর্শনী হওয়ার কথা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে বিভিন্ন বিষয়ে এমনই ৩০টি প্রদর্শনী হওয়ার কথা।
|
এয়ার ইন্ডিয়াকে (এআই) এখনও শেয়ার মূলধনের পুরো অঙ্ক না-জোগানোয় কেন্দ্রের সমালোচনা করল সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। সীতারাম ইয়েচুরির নেতৃত্বাধীন এই কমিটির দাবি, ৮,৫৭৪ কোটি টাকা শেয়ার মূলধন জোগানোর প্রতিশ্রুতি দিলেও, এখনও পর্যন্ত দেওয়া হয়েছে ৫ হাজার কোটি। ফলে বাকি টাকা বাজার থেকে ধার করতে হলে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ঘুরে দাঁড়ানো আরও কঠিন হবে বলে কমিটির অভিযোগ।
|
তহবিল জোগাড়ে শেয়ার বেচবে ভারতী |
কাতার ফাউন্ডেশন এনডাওমেন্টকে (কিউএফই) ৫% শেয়ার বিক্রির কথা ঘোষণা করল ভারতী এয়ারটেল। দেশের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, কিউএফইকে এই শেয়ার বেচে তাদের ঘরে আসবে প্রায় ৬৮০০ কোটি টাকা। সংস্থার আর্থিক হাল মজবুত করতে ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নের লক্ষ্যেই এই শেয়ার বিক্রির পরিকল্পনা বলে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।
|
সুনীল লালবনী ভারতে ব্ল্যাকবেরির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। |