দিনেদুপুরে লক্ষাধিক টাকা লুঠ হিরাপুরে |
মেয়ের বিয়ের জন্য টাকা তুলে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সেই সময়ে তাঁর কাছ থেকে সেই টাকা ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার ব্যাঙ্ক রোড সংলগ্ন এলাকায়। এর জেরে এলাকায় ব্যাপক গোলমাল হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্নপুর ইস্কোর ঠিকা কর্মী বাস্কে মুঙ্গলি শুক্রবার দুপুরে একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের বার্নপুর শাখা থেকে প্রায় লক্ষাধিক টাকা তোলেন। পুরুলিয়ার বাসিন্দা ওই মহিলা তাঁর এক সঙ্গীকে নিয়ে টাকার ব্যাগ হাতে নিয়ে ব্যাঙ্ক রোড দিয়ে যাচ্ছিলেন। আচমকা দুই দুষ্কৃতী একটি মোটরবাইকে চেপে পিছন দিক থেকে এসে তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। ওই মহিলা পুলিশকে জানান, হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময়ে তিনি হতচকিত হয়ে পড়েন। পরে যখন বিষয়টি বুঝতে পারেন, তখন চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা নাগালের বাইরে চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এলে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায় জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ আশপাশের অঞ্চলে অস্থায়ী নাকাবন্দি করেছে। মোটরবাইক পরীক্ষা চলছে।
এ দিকে টাকা ছিনতাই হওয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি জানান, সপ্তাহ দুয়েক পরেই মেয়ের বিয়ে। আয়োজন মোটামুটি পাকা। বিয়ের জোগাড়ের জন্য ওই টাকা তুলতে এসেছিলেন। পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরছিলেন। তাঁর কথায়, “মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার কীভাবে মেয়ের বিয়ের বন্দোবস্ত করব বুঝতে পারছি না।” |