প্রথমে মারধর ও পরে বিষ খাইয়ে এক বধূকে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামী, শ্বশুর ও শাশুড়ির। একই ঘটনায় সাত বছর সাজা হল দুই ননদের। ২০০৬ সালের ১৯ জুন ঘটনাটি ঘটেছিল পাত্রসায়র থানার বামিরা গ্রামে। মৃত বধূর নাম পিয়ালি পাল (২২)। মৃতার বাব বাবা, পাত্রসায়র থানারই হাবিবপুষ্করিণী গ্রামের বাসিন্দা দীপক শ্যাম ২০০৬-এর ২১ জুন জামাই প্রদীপ পাল, বেয়াই মনু পাল, বেয়ান রেখা পাল এবং মেয়ের দুই ননদ টুম্পা হাজরা, রুম্পা শ্যামের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। বিষ্ণুপুর আদালতে এই মামলার সরকারি আইনজীবী গৌতমপ্রতিম সিংহদেব বলেন, “মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ দুর্গা খৈতান প্রদীপ, মনু ও রেখা পালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন এবং টুম্পা ও রুম্পাকে সাত বছর জেলের নির্দেশ দিয়েছেন।”
|
অগ্নিকাণ্ডে বিকল হল মেজিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রের (এমটিপিএস) আট নম্বর ইউনিটের ট্রান্সফর্মার। মঙ্গলবার সকালের ওই ঘটনার পর থেকেই ইউনিটটিতে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে যায়। এমটিপিএস সূত্রের খবর, আটটি ইউনিটের মোট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ২৩৫০ মেগাওয়াট। বিকল হয়ে পড়া ইউনিটটির উত্পাদন ক্ষমতা ছিল ৫০০ মেগাওয়াট। এ দিন সকাল ৮টা নাগাদ ট্রান্সফর্মারটি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এমটিপিএসের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস মিত্র বলেন, “বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে শ্রমিকদের কোনও ক্ষতি হয়নি। ইউনিটটি চালু হতে প্রায় ২০ দিন লাগতে পারে।”
|
আত্মীয়ের বাড়িতে বিয়ের কার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সন্ধ্যায় পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানার চাষমোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমিত মাহাতো (৩২)। বাড়ি পাড়া থানার লিপানিয়া গ্রামে। তিনি ও তাঁর এক আত্মীয় মনবোধ মাহাতো মোটরবাইকে মফস্সল থানা এলাকার গোলবেড়া গ্রামে বিয়ের কার্ড দিতে যাচ্ছিলেন। একটি লরির ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সকেরা অমিতকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
|
টানা দশ মাসের ভাতা বকেয়া থাকার প্রতিবাদে মঙ্গলবার ঝালদা ২ ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল ‘পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন’-এর ঝালদা ২ শাখা। এ দিন সংগঠনের সদস্যেরা ব্লক সদর কোটশিলায় মিছিল করে এসে স্মারকলিপি দেন। সংগঠনের সম্পাদক দীপালি মাহাতো বলেন, “আমরা নিয়মিত কাজ করলেও দশ মাসের ভাতা পাইনি।” বিভিন্ন গ্রামে ঘুরে কাজ করা ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য সাইকেল ও মোবাইল দেওয়ারও দাবি উঠেছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক শক্তিপদ মুর্মু বলেন, “আশাকর্মীরা চার মাসের ভাতা শীঘ্রই পাবেন। বাকি ভাতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
|
পুকুরে ডুবে মৃত্যু হল তিন ভাইবোনের। মঙ্গলবার পৌনে ১০টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের রামকৃষ্ণপুর গড়াই পাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলে যাওয়ার জন্য ভাইবোন সোমনাথ (১২), মানবী গড়াই (১০) ও তাদের কাকার ছেলে মেঘনাদ (৭) স্থানীয় কলেণ্ডা পুকুরে স্নান করতে গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ তারা না ফেরায় পরিবারের লোকজন ও পড়শিরা ওই পুকুরে তাদের খোঁজে যান। তিন শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অধিকাংশ বাড়িতে মাঝ পথে থেমে গিয়েছে রান্না।
|
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও গঙ্গাজলঘাটি পুলিশ থানার ব্যবস্থাপনায় গঙ্গাজলঘাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হয়ে গেল ফুটবল ম্যাচ। গঙ্গাজলঘাটির ভক্তবাঁধ অঞ্চলের তালঝিতকা একাদশ ৩-০ গোলে হারিয়ে দেয় নিত্যানন্দপুর একাদশকে। মাঠে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটির সিআই ভবেন্দ্রনাথ মল্লিক, ওসি চন্দন ভট্টাচার্য প্রমুখ। দু’টি দলকেই ফুটবল ও জার্সি দেওয়া হয়েছে।
|
মোটরবাইকের ডিকি ভেঙে টাকা চুরি হল আদ্রায়। সোমবার দুপুরে আদ্রার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন ভালাগড়া গ্রামের বাসিন্দা মানিকলাল মাহাতো। পথে মোটরবাইক রেখে মিষ্টির দোকানে ঢোকেন। বেরিয়ে দেখেন ডিকি ভাঙা, টাকা গায়েব। |