টুকরো খবর |
সাংবাদিকদের মারধর, ধৃত রোজ ভ্যালীর দু’জন কর্মী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
সংবাদমাধ্যমের দুই প্রতিনিধিকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ‘রোজ ভ্যালী’ লগ্নি সংস্থার দু-জন কর্মীকে। সাংবাদিকদের উপরে তাঁর সংস্থার কর্মীদের চড়াও হওয়ায় অস্বস্তিতে পড়েছেন ওই লগ্নি সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুও। তিনি বলেন, “ঘটনাটি আমি শুনেছি। যাঁরা ওই ঘটনায় জড়িত তাঁদের চিহ্নিত করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের বরখাস্তও করা হবে।”মঙ্গলবার সকালে বহরমপুরের মধুপুর এলাকায় ওই লগ্নি সংস্থার দফতরে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন আনন্দবাজার পত্রিকার তরফে চিত্রগ্রাহক গৌতম প্রামাণিক এবং এবিপি আনন্দ-এর স্থানীয় সংবাদ প্রতিনিধি আশিস বাগচি। অভিযোগ, ওই দুজনকে রোজ ভ্যালীর দফতরে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে রোজ ভ্যালীর দুই কর্মী বাণীব্রত চট্টোপাধ্যায় ও অপূর্ব দে-কে গ্রেফতার করা হয়। ধৃতেরা রোজ ভ্যালীর এজেন্ট হিসেবে কাজ করত বলে পুলিশ জানিয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” সারদা কাণ্ডের জেরে বিভিন্ন লগ্নি সংস্থার দফতরে প্রতি দিনই ভিড় করছেন আমানতকারীরা। বহরমপুরের মধুপুর এলাকায় রোজ ভ্যালির অফিসে এ দিন এমনই কিছু আমানতকারী ভিড় করেছেন বলে জানতে পেরে সেখানে গিয়েছিলেন ওই দুই সাংবাদিক। নিজেদের পরিচয় দিয়ে অফিসের ভেতরে ঢুকে তাঁরা ছবি তুলতে শুরু করেন। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা এক দল এজেন্ট তাঁদের উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করে। জোর করে তাঁদের ক্যামেরার ব্যাগ কেড়ে নেওয়াও হয়।
|
পাঁচ জন ছাত্রকে বহিষ্কার বিধানচন্দ্রে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যায়ের পাঁচ পড়ুয়াকে দু’বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বহিষ্কৃত ছাত্ররা দীর্ঘদিন ধরে আন্দোলনের নামে জঙ্গিপনা করে চলছিলেন। ২২ এপ্রিল উপাচার্য ও সহ উপাচার্যেকে হেনস্থার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। রেজিস্ট্রার পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা তৈরির জন্য কাউন্সিল চার গবেষক সুমন সমাদ্দার, দেবাশিস মুদি, তন্ময় সাহা, দিব্যেন্দু মণ্ডল ও স্নাতকোওর স্তরের ছাত্র নন্দন সাহাকে দু’বছরের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বরখাস্ত পড়ুয়ারা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। তাঁদের দাবি, ছাত্রদের স্বার্থে আন্দোলন করার জন্য তাঁদের বরখাস্ত করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডেভিড কুমার বর্মন বলেন, “আমাদের আন্দোলন শেষ করার জন্য কর্তৃপক্ষ অন্যায়ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।”
|
টাকা নিয়ে উধাও সংস্থা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
আমানতকারীদের কাছ থেকে ৬০ লক্ষ টাকা আদায় করে ঝাঁপ বন্ধ করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক লগ্নি সংস্থার বিরুদ্ধে। বছর খানেক আগে জঙ্গিপুরের মিঠিপুরের দুই ব্যক্তি বঙ্গদিশা প্রজেক্ট লিমিটেড নামে এক সংস্থা খুলে এলাকায় টাকা তুলতে শুরু করেন। মাত্র ১৪ মাসে দ্বিগুন দেওয়ার নাম করে ওই লগ্নি সংস্থা প্রায় ৬০ লাখ টাকা তোলে। কিন্তু টাকা ফেরতের সময় ঘনিয়ে এলে সংস্থার কার্যালয়ে ঝাঁপ পড়ে। বেপাত্তা কোম্পানির কর্তারা। আমানতকারীরা টাকা চেয়ে এজেন্টদের উপর চাপ দিতে থাকেন। চাঁদপুর এলাকার এজেন্ট মতিউর রহমান বলেন, “প্রায় ৩ লক্ষ টাকা জমা দিই কোম্পানির অফিসে। কিন্তু সংস্থার কর্তারা গা ঢাকা দিয়েছেন। আমানতকারীরা হেনস্থা করছেন। তাই মঙ্গলবার জঙ্গিপুর থানার ওই কোম্পানির পদস্থ কর্তা রেজাউল শেখ, নারগিস পারভিন, খারেজ শেখ ও সাকিলা বানুর থানায় বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”
|
ছাত্র সংসদ দখলে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আদালতের স্থগিতাদেশ ভেঙে ছাত্র সংসদ দখলের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার আসাননগরের মদনমোহন তর্কালঙ্কার কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা অধ্যক্ষার কাছে ছাত্র সংসদ ঘরের চাবি চান। অধ্যক্ষা স্নিগ্ধা চট্টোপাধ্যায় বলেন, “আমি চাবি দিতে অস্বীকার করলে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র তালা ভেঙে ছাত্র সংসদের দখল নেন।” এসএফআই-য়ের জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জেলার বিভিন্ন কলেজের ছাত্র সংসদের দখল নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ।” অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “ছাত্র-ছাত্রীদের বসার জন্য কোনও ঘর নেই। তাই অধ্যক্ষার কাছে সংসদের চাবি হয়েছিল। তিনি রাজি হয়নি। আমাদের ছেলেরা পড়ুয়াদের স্বার্থেই সংসদ রুমের দখল নিয়েছে।”
|
বাসে লুঠপাট চালাল দুষ্কৃতীরা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রীর বাসে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। মহিলাদের থেকে সোনার গয়না, বেশ কিছু টাকা ও মোবাইল ফোন লুঠ করে পালায় বলে অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের আদিত্যপুরে। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কৃষ্ণগঞ্জের উত্তরপাড়ার বাসিন্দা অনুপ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় গেদের উত্তরপাড়ার বাসিন্দা কানকার। বিয়েবাড়ি থেকে ফেরার পথে কৃষ্ণগঞ্জের আদিত্যপুর এলাকার রাস্তায় বরযাত্রীর বাস থামায় দুষ্কৃতীরা। বরের গাড়ি অবশ্য তাদের হাত থেকে রক্ষা পায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে বাসের যাত্রীদের উপর চড়াও হয়, লুঠপাট চালায়। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”
|
বোমায় ঘায়ে জখম
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বোমার আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। সোমবার খড়গ্রাম থানার গারুটিয়া গ্রামের ওই ঘটনায় জখম ব্যক্তির নাম লালু ঘোষ। লালুবাবুর দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবু রাজবংশী নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাতে লালুবাবু যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁকে লক্ষ করে বোমা ছোঁড়া হয়। লালুবাবুকে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। কান্দি মহকুমা পুলিশ আধিকারিক বলেন, “পুরনো কোনও বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে।”
|
অপমৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হল নুরেফা খাতুন (১৮) নামে এক তরুণীর। সোমবার বিকালে ফরাক্কা থানার দোহিতপুর গ্রামের ঘটনা। সোমবার ওই তরুণীর বাড়ির সকলেই বিয়েবাড়িতে গিয়েছিলেন। ফিরে তাঁরা দেখেন নুরেফা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। তাঁকে ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। |
|