এক টুকরো সবুজ মাঠ আর তাতে ভিড় জমেছে এক ঝাঁক কচিকাঁচারএমন দৃশ্য যেখানে বিরল হয়ে উঠছে, তখন এক টানা ৫০ বছর ধরে ছোটদের নিয়ে অতিক্রম করল নবদ্বীপের বিদ্যার্থী মণিমালা। নদিয়া জেলার প্রথম শিশু সংগঠন হিসেবে ১৯৬২ সালে আত্মপ্রকাশ। পরে কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী সর্বত্র ছড়িয়ে পড়ে মণিমালার শাখা। ২০১৩ সালে সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিল ওই সংস্থা। গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে বর্ষব্যাপী সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। নবদ্বীপ পাঁচ মাথার মণিমালা প্রাঙ্গণ থেকে পদযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কবিরাজ প্রশান্তকুমার দাশগুপ্ত। মণিমালার সম্পাদক নবেন্দু সাহা বলেন, “আনন্দবাজার পত্রিকায় নিয়মিত লেখা হত কি ভাবে মণিমালা গঠন করতে হবে। এক সময়ে আড়াইশো শিশু-কিশোর নিয়মিত মণিমালার মাঠে আসত। শহরের বিভিন্ন প্রান্তে রাধাবাজার, বুড়ো শিবতলা, দণ্ডপাণিতলা হয়ে ১৯৭১ সাল থেকে বর্তমান প্রাঙ্গনেই মণিমালা চলছে।”
|
সংস্থার ৪০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে যুগাগ্নি নাট্য সংস্থা। ১ ও ২ মে বহরমপুর রবীন্দ্রসদন মঞ্চে সংস্থার নিজস্ব প্রযোজনা দুটি নাটক মঞ্চস্থ হবে। শুরুর দিন সন্দীপন মজুমদারের নাটক ও কৌশিক রায়চৌধুরীর পরিচালনায় ‘ঈশ্বর এসেছেন’ ও রমাপ্রসাদ বণিকের নাটক ও দেবাশিস সান্যাল পরিচালনায় ‘অবশ্য কর্তন’ নাটক দুটি অভিনীত হবে। সংস্থার তথ্য ভাণ্ডার হিসেবে www.yugagni.org ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
|
সম্প্রতি কান্দির সুরীতি সংস্থার ১৩ তম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল পুরসভার সভাগৃহে। উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কানাডাবাসী প্রসেনজিৎ দেওঘরিয়া। এছাড়াও তিন থেকে ৩০ বছর বয়সী সংস্থার ৫০ জন শিক্ষার্থী শিল্পী কবিতা আবৃত্তি পরিবেশন করেন। |