১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের দিন ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে পুলিশ সার্জেন্ট নিত্যানন্দ তিওয়ারি ছ’রাউন্ড গুলি চালিয়েছিলেন বলে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার (মধ্য) রিপোর্ট দাখিল করেছিলেন। মঙ্গলবার ‘২১ জুলাই কমিশন’-এ সাক্ষ্য দিতে এসে তা অস্বীকার করলেন নিত্যানন্দবাবু।
এ দিন কমিশনের চেয়ারম্যানের প্রশ্নের জবাবে ওই সার্জেন্ট বলেন, “শূন্যে তিন রাউন্ড গুলি ছুড়ি। কাউকে লক্ষ করে গুলি ছুড়িনি।” কমিশন এ দিন তৎকালীন স্বরাষ্ট্রসচিব তথা রাজ্যের বর্তমান বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকেও ডেকে পাঠিয়েছিল। তিনি জানান, বিধানসভায় গুরুত্বপূর্ণ একটি বিল নিয়ে বিতর্ক চলছে। কমিশন যদি তাঁকে অন্য এক দিন সময় দেয়, তা হলে সে দিন ফের হাজির হয়ে কমিশনের কাজে সহযোগিতা করবেন।
মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন। ওই দিন পুলিশের গুলিতে ১২ জনের মৃত্যু হয় বলে প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত আগেই কলকাতা হাইকোর্টে তৎকালীন পুলিশ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে হলফনামা দিয়ে জানিয়েছিলেন। তাতে কমিশনার এও জানান, ২১ জুলাই ধর্মতলা চত্বরে যুব কংগ্রেসের সমাবেশে নেশাগ্রস্তরা জড়ো হয়ে পুলিশের উপরে হামলা চালায়। যথেচ্ছ ইট, পাথর, গুলি ছোড়া হয়। বহু পুলিশকর্মী জখম হন।
এ দিন কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় নিত্যানন্দ তিওয়ারির কাছে জানতে চান, তাঁকে গুলি চালাতে কে নির্দেশ দিয়েছিল? তিনি বলেন, “কলকাতা পুলিশের তৎকালীন এক কর্তা মুকুল সেনগুপ্ত মৌখিক ভাবে গুলি চালাতে নির্দেশ দেন। তিনি কোনও লিখিত নির্দেশ দেননি। তাই লালবাজার কন্ট্রোল রুমের ওসি এবং ঘটনাস্থলে হাজির তালতলার ওসি-কে জানিয়েই শূন্যে গুলি ছুড়ি।”
কেন তাঁকে গুলি চালাতে হয়েছিল এ দিন তারও ব্যাখ্যা দেন ওই সার্জেন্ট। তিনি জানান, ঘটনার দিন পাঁচ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট থেকে তাঁকে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতে বলা হয়েছিল। গিয়ে তিনি দেখেন, সাত-আট জন জখম ব্যক্তি পুলিশের গাড়িতে বসে রয়েছেন। ওই গাড়ি নিয়ে তাঁকে এসএসকেএমে যাওয়ার নির্দেশ দেন পুলিশকর্তারা। কিন্তু তত ক্ষণে উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওই গাড়িতে হামলা শুরু করেছে। ভাঙা হয়েছে গাড়ির উইন্ডস্ক্রিন, চাকার হাওয়া বার করা হচ্ছে। গাড়িতে আছড়ে পড়ছে কাচের বোতল। তিনি কোনওক্রমে জখমদের গাড়িতে চাপিয়ে লালবাজারে নিয়ে যান। সেখান থেকে অন্য এক পুলিশ অফিসার আহতদের নিয়ে যান মেডিক্যাল কলেজে।
কমিশনের চেয়ারম্যান পুলিশ সার্জেন্টের কাছে জানতে চান, সেই সময়ে রিপোর্ট দেওয়া হয়, তিনি (নিত্যানন্দ) তাঁর সার্ভিস রিভলভার থেকে জনতাকে লক্ষ্য করে ছ’রাউন্ড গুলি চালান। এই তথ্য ভুল না ঠিক? নিত্যানন্দ বলেন, “ওই তথ্য ঠিক নয়।”
|