টুকরো খবর
বোমা বাঁধতে গিয়ে জখম ৪
ক্লাবে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে চার জন জখম হয়েছেন। রবিবার রাত ১২টা নাগাদ রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুরে ঘটনাটি ঘটেছে। বোমায় একজনের ডান হাতের কব্জি উড়ে গিয়েছে। রতুয়ার আরজারুল শেখ নামের ওই ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আরজারুলের পাশাপাশি মহিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবের তরফে হাবির রহমান অভিযোগ করেন, ক্লাব ঘরের চাবি কোনওভাবে জোগাড় করে গভীর রাতে ছয় জন ক্লাবে ঢুকে বোমা তৈরি করছিল। পুলিশ জানায়, ধৃতদের জেরার পর জানা গিয়েছে, চার জন বিস্ফোরণের পর পালান। তারমধ্যে তিন জখমও আছেন। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “কার নির্দেশে কত জন ক্লাবে বোমা তৈরি করছিল, তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের খোঁজ চলছে।” গভীর রাতে বিকট শব্দে রতুয়ার চণ্ডীপুর এলাকা কেঁপে উঠে। বাসিন্দারা বেরিয়ে দেখেন ক্লাবের ছাদের একাংশ উড়ে গিয়েছে। তাঁরা তিন-চার জনকে জখম অবস্থায় পালাতেও দেখেন।

টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ
সারদা গোষ্ঠীর সমস্ত আমানতকারীর টাকা ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে রায়গঞ্জে পৃথকভাবে অবস্থান বিক্ষোভ করল সিপিএম ও বামফ্রন্ট। সোমবার দুপুরে সিপিএমের রায়গঞ্জ জোনাল কমিটির উদ্যোগে দলের কয়েকশো কর্মী সমর্থক কর্ণজোড়ায় মহকুমাশাসকের দফতরের সামনে প্রায় তিনঘণ্টা অবস্থান বিক্ষোভে সামিল হন। এরপর দলের তরফে রায়গঞ্জের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে সারদা গোষ্ঠীর সমস্ত আমানতকারীর টাকা ফিরিয়ে দেওয়া সহ রাজ্যে অবিলম্বে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার দাবি জানানো হয়। পাশাপাশি, উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের উদ্যোগে এদিন বামফ্রন্টের কর্মী সমর্থকরা কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভের পর জেলাশাসককে স্মারকলিপি দেন।

ব্যাঙ্ক ডাকাতি ব্যর্থ
ব্যাঙ্ক ডাকাতি রুখতে গিয়ে পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াই হল। রবিবার রাতে গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মজলিসপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলা ভেঙে ঢুকেছিল তিন জনের দুষ্কৃতী দল। তারা গ্যাস কাটার দিয়ে ভল্ট কাটার চেষ্টা করছিল। টের পেয়ে পুলিশ ক্যাম্পের কর্মীরা গেলে দুষ্কৃতীরা এক কনস্টেবলকে লোহার রড দিয়ে আঘাত করে। এলাকায় টহলদারি পুলিশ ভ্যান পৌঁছয়। সেই সময় দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালায়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, এক কনস্টেবল আহত হয়েছেন। দুষ্কৃতীরা পালানোর সময় ৪ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশও এক রাউন্ড গুলি করে। কেউ ধরা পড়েনি।

শিশু খুনে যাবজ্জীবন
চার বছরের মেয়েকে খুন করা ছাড়াও স্ত্রী এবং এক ছেলেকে খুনের চেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিল আদালত। সোমবার ইসলামপুরে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রঞ্জনকুমার গুপ্ত ওই নির্দেশ দেন। সরকারি আইনজীবী কাইজার চৌধুরী জানান, ২০১০ সালের ২৬ মার্চ চোপড়ার দেবীঝোড়ার বিকাশ লাকড়া স্ত্রীর উপর সন্দেহেরবশে চার বছরের মেয়েকে খুন করেন। স্ত্রী এবং ছেলেকেও খুনের চেষ্টা করে। আহত হলেও তাঁরা প্রাণে বেঁচে যান।

ধৃত তিন
৮০০ লিটার স্পিরিট-সহ ৩ জনকে ধরল পুলিশ। সোমবার বিকালে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.