কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে একটি পেট্রোল পাম্প থেকে প্রায় দুলক্ষ টাকা লুঠ করে চম্পট দিল একদল দুষ্কৃতী। রবিবার রাত দশটা নাগাদ গাজল থানার ২১ মাইলের কাছে মালদহ-বালুরঘাট রাজ্য সড়কের পাশে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের হামলায় এক পাম্পকর্মী জখম হয়েছেন। তাঁকে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের পিছু নিলেও কেউ ধরা পড়েনি। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ডাকাত দলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাম্পটি ফাঁকা এলাকায়। ওই সুযোগ নিয়ে ঘটনাটি ঘটে।”
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দশটা নাগাদ অন্তত ১০ জনের একটি দল পেট্রোল পাম্পে হানা দেয়। ওই সময় মুজাফ্ফর শেখ এক কর্মী পাম্পে ছিলেন। দুষ্কৃতীরা পাম্পের ভিতরে ঢুকে ওই কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে প্রায় দু’লক্ষ টাকা লুঠ করে। চাবি দিতে দেরি করায় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে ওই কর্মীর মাথায় আঘাত করে। তাঁর মাথা ফেটে যায়। টাকা লুঠ করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পাম্পের পিছনের দিক দিয়ে পালিয়ে যায়। জখম পাম্প কর্মী মুজাফ্ফর শেখ বলেন, “পাম্প বন্ধ করে বের হতে যাব এমন সময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশ বাক্সের চাবি চায়। সেটা দিতে দেরি করায় একজন বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে। মেঝেতে লুটিয়ে পড়লে ওরা টাকা নিয়ে পালিয়ে যায়।” গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ জানান, ডাকাতির খবর পেয়ে পাম্পে পৌঁছে দুষ্কৃতীদের পিছু করা হয়েছিল। কিন্তু অল্পের জন্য ফসকে যায়। দুষ্কৃতীরা পাম্পের পিছনের দিক দিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের দিকে পালিয়ে যায়।
মালদহ-বালুরঘাট রাজ্যে সড়কের পাশে ২১ মাইলের কাছে যেখানে পাম্পটি রয়েছে আশেপাশে তিন-চার কিলোমিটারের মধ্যে জনবসতি নেই। পাম্প থেকে তিন কিলোমিটার দূরে হরিরামপুর থানা। পাম্পের মালিক কলকাতায় থাকেন। এখানে কর্মচারীরা পাম্পের কাজ পরিচালনা করেন। |