বনধ, ধর্মঘট-মুক্ত শহরের দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িকে ‘বনধ’, ‘ধর্মঘট’ মুক্ত শহর করার দাবি জানালেন ভ্রমণ সংস্থার প্রতিনিধি। সোমবার মিত্র সম্মিলনী হলে তৃণমূল কংগ্রেসের তরফে ডাকা নাগরিক সম্মেলনে আমন্ত্রণ পেয়ে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন একটি ভ্রমণ সংস্থার কর্মকর্তা সম্রাট সান্যাল। তিনি জানান, উত্তরবঙ্গে পর্যটনের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গত দেড় বছর ধরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গেও তাঁরা পর্যটনের বিকাশে নানা আলোচনা করছেন। দেশ বিদেশের পর্যটকরা দার্জিলিং পাহাড়, সিকিম যাওয়ার ক্ষেত্রে শিলিগুড়িতে আসেন। অথচ বন্ধের জন্য অনেক সময়ই তাঁদের নানা ভাবে সমস্যায় পড়তে হয়। সম্রাটবাবু এ দিন বলেন, “আমাদের এই প্রিয় শহরকে বনধ মুক্ত করতে হবে। দেশের মধ্যে মানুষ এই শহরকে সে ভাবেই চিনুক। এই সম্মেলন থেকে সমস্ত নাগরিকদের কাচে আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন। আমরা এই শহরকে বনধ মুক্ত শহর করবই।”
বস্তুত, বিভিন্ন বনধ-এর দিন শহরকে সচল রাখতে রাস্তায় নামতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। মন্ত্রী উদ্যোগে তৃণমূল নেতারাও বন্ধের বিরোধিতা করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “ওই শহর বনধ মুক্ত হোক তা আমরাও চাই। বাসিন্দারা এগিয়ে এলে তবেই তা সম্ভব হবে।”
এ দিন ওই নাগরিক সম্মেলনে শিলিগুড়ি শহরের যানজট সমস্যা থেকে মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী নদী দূষণের বিষয়টি তুলে ধরেন বিভিন্ন বক্তারা। শহরের উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজের পরামর্শ দেন তাঁরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এ দিন এ প্রসঙ্গে বলেন, “যানজট সমস্যা নিয়ে ইতিমধ্যেই খড়্গপুর আইআইটি এবং একটি সংস্থাকে দিয়ে সমীক্ষা করানো হচ্ছে। এ দিনের সম্মেলন আমরা ভিডিও রেকর্ডিং করিয়েছি। দেড় দু’মাস পরে আবার নাগরিক সম্মেলন করা হবে। এ দিন যে সমস্ত পরামর্শ বা প্রস্তাব বাসিন্দারা দিলেন বা আমি করার কথা জানালাম সে সবের কাজ কত দূর করা হল সেই রিপোর্টও আমরা দেব।”
মন্ত্রী জানিয়েছেন, শহরের উন্নয়ন কাজের জন্য তিনি শীঘ্রই শিলিগুড়ি পুরসভাকে বিভিন্ন প্রস্তাব দেবেন। পুরসভা অনুমোদন দিলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে তাঁরা সেই উন্নয়ন কাজ করতে চান। রাজীব আবাস যোজনার মতো শিলিগুড়ি পুরসভার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ পেতে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন বলেও গৌতমবাবু এ দিন দাবি করেন। |