টানা চার দিন বন্ধ সুপার বাস, ভোগান্তি চলছে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
টানা চার দিন সুপার বাস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সপ্তাহের প্রথম দিনে সরকারি বাসগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মত। শ্রমিক মালিক ঝামেলায় গত শুক্রবার থেকে বাস বন্ধ করে দিয়েছেন মালিকেরা। প্রশাসনের সঙ্গে এক দফা বৈঠকের পরেও কোনও সমাধান মেলেনি। তাই চার দিন পেরিয়ে গেলেও কোনও সুপার বাস চলছে না শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটে। আজ, মঙ্গলবার দু’পক্ষের আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে মালিকদেক তরফ থেকে। এই বিষয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবু দে বলেন, “মঙ্গলবার বৈঠক রয়েছে। আশা করি সমস্যা মিটে যাবে।”
সুপার বাসগুলি বন্ধ থাকায় নাজেহাল যাত্রীরা। সরকারি বাস আর কয়েকটি লোকাল বাসের ওপর ভরসা করে যাতায়াত করতে হচ্ছে এই রুটের নিত্যযাত্রীদের। শনিবার প্রশাসণের সঙ্গে বৈঠকের পর রবিবার নিজেদের মধ্যে আলোচনার কথা ছিল। তা অবশ্য হয়নি। এমতাবস্থায়, বাস ধরার জন্য প্রায় ১ ঘন্টা আগে থেকে স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। রাতের দিকে ভোগান্তি আরও চরমে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার শেষ সরকারি বাস রাত ৭.৪৫ মিনিটে। সারাদিন কাজের পর শেষ বাসে জায়গা পেতে জানালা দিয়েও ঢুকে পড়ছেন সাধারণ যাত্রীরা। সুপার বাস বন্ধ থাকায় নিত্যযাত্রীরা রোজ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
বৃহস্পতিবার একটি সুপার বাসে অস্থায়ী কন্ডাক্টর রাখা নিয়ে মালিকপক্ষের সঙ্গে ঝামেলা হয় শ্রমিক ইউনিয়নের সদস্যদের। তার জেরে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করে দেন বাস মালিকেরা। মালিকপক্ষের অভিযোগ, শ্রমিক ইউনিয়ন এর জুলুমবাজির কারণেই বাস বন্ধ করা হয়েছে। অন্য দিকে, ঘটনার পাশাপাশি নিজেদের কয়েকটি দাবি জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাঁরা মজুরির জন্য নতুন চুক্তিপত্র ও নিয়োগপত্রের দাবি জানান। মালিক পক্ষের সঙ্গে বৈঠকে এই দাবিগুলি নিয়ে সরব হবেন বলে জানান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক আচার্য। |