টুকরো খবর
সারদা-কাণ্ডে স্মারকলিপি
টাকা তুলতে গ্রাহকদের ভিড়। হুড়ার লালপুরে।—নিজস্ব চিত্র।
সারদা-কাণ্ডে জড়িতদের ব্যক্তি ও তাঁদের মদতদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার পুরুলিয়া জেলা প্রশাসনকে স্মারকলিপি দিল এসইউসি। এ দিন শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করে দলের কর্মী-সমর্থকেরা জেলাশাসকের দফতরের সামনে পৌঁছে একটি সংক্ষিপ্ত পথসভাও করেন। সারদার সমস্ত আমানতকারীকে টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছে এসইউসি-র বাঁকুড়া জেলা কমিটিও। এ দিন সাত দফা দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপি দেওয়া হয় দলের তরফে। দুই জেলায় দলের নেতা জয়দেব পাল ও রঙ্গলাল কুমার বলেন, “জেলায় চলতে থাকা ভুঁইফোঁড় আর্তিক সংস্থাগুলির তালিকা প্রকাশে দাবিও তুলেছি আমরা।”

স্কুল নির্বাচনে হারল তৃণমূল
তৃণমূলের দখলে থাকা বাঁকুড়ার বেলিয়াতোড় বড়কূড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল সিপিএম। রবিবার এই স্কুলে ভোট হলে অভিভাবক প্রতিনিধির ৬টি আসনের মধ্যে পাঁচটিতেই জেতেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। গত নির্বাচনে ৬-০ ফলাফলে এই স্কুলের পরিচালন কমিটি দখল করেছিল তৃণমূল। এক বছরের মধ্যেই চিত্রটা কী ভাবে ও কেন বদলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। দলের জেলা কমিটির সদস্য তথা বড়জোড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুখেন বিদ অবশ্য বলেন, “ওই এলাকায় এমনিতেই সিপিএমের প্রভাব রয়েছে। তা ছাড়া সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল বলেই এই ফল।” যদিও সুখেনবাবুর এই যুক্তি মানতে নারাজ সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী। তিনি বলেন, “আমরা একক ভাবেই লড়েছি। নির্বাচনে জিততে সন্ত্রাসের সাহায্য নিয়েছে তৃণমূল। কিন্তু মানুষ ওদের সমর্থন করেনি।”

দাদা খুন, ধৃত ভাই
বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে খুন করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম কাংলু মাঝি (৪২)। ঘটনাটি ঘটেছে রবিবার মাঝরাতে বলরামপুর থানার কদমডি গ্রামে। ধারালো অস্ত্রের ঘায়ে জখম কাংলুকে প্রথমে গ্রাম থেকে বলরামপুরের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দাদাকে খুনের অভিযোগে পুলিশ পুতুল মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত খুনের কথা কবুল করেছে। সে জানায়, তার সঙ্গে কাংলুর স্ত্রী-র বিবাহববহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। কাংলু বর্তমানে বাড়িতে থাকলেও স্ত্রীকে নিয়ে তাঁর পূবে খাটতে যাওয়ার কথা ছিল। সে কথা জানতে পারে পুতুল। পুলিশের দাবি, রবিবার রাতে অস্ত্র দিয়ে ঘুমন্ত কাংলুকে একাধিক আঘাত করে পুতুল। সেই অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ
বিনা অনুমতিতে স্কুলের জিনিসপত্র বাইরে বিক্রি করার অভিযোগ তুলে বেলিয়াতোড়ের একটি স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে সোমবার বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। বিক্ষোভকারী অভিভাবক চঞ্চল সিংহ, সঞ্জয় পালদের অভিযোগ, “রবিবার ছুটির দিনে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে আসেন ও স্কুলের কিছু জিনিসপত্র কয়েকটি বস্তায় বেঁধে একটি লরিতে তুলে স্কুলের বাইরে নিয়ে যান। প্রধান শিক্ষক স্কুলের জিনিসপত্র কারও অনুমতি না নিয়েই বাজারে বিক্রি করেছেন। আমরা স্কুল পরিচালন কমিটির কাছে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছি।” ওই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক জয়ন্ত দাস বলেন, “আমাদের কিছু না জানিয়েই স্কুলের কিছু কাগজপত্র বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক। এটা অন্যায়। তবে উনি সেই কাগজপত্র দোকান থেকে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন।” প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.