টুকরো খবর
বৃদ্ধের মাথায় অস্ত্র ঠেকিয়ে লুঠপাট
বাড়িতে কেউ ছিল না। প্রচণ্ড গরমে বৃদ্ধ সীমান্ত সেন ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন হাওয়া খেতে। সেটাই কাল হল। বাড়ি ফেরার সময় পিছু নেয় পাঁচজন যুবক। বাড়ির কাছাকাছি আসতেই বৃদ্ধের মাথায় রিভলভার ঠেকিয়ে চুপ করতে বলে বাড়িতে ঢুকে পড়ে। তারপর চলে অবাধে লুঠপাট। মিনিট দশেকের মধ্যেই আলমারি থেকে অলঙ্কার, নগদ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আতঙ্কে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সীমান্তবাবুকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাতে এমন অভিনব উপায়ে ডাকাতির ঘটনা ঘটেছে বসিররাটের নৈহাটিতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বসিরহাটের আইসি। শুভাশিস বণিক। তদন্ত শুরু হলেও দুষ্কৃতীদের কেউ এখনও ধরা পড়েনি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নৈহাটি এলাকায় এক বছর আগে বাড়ি তৈরি করে আসেন সীমান্তবাবু। কর্মসূত্রে ছেলেরা অন্যত্র থাকেন। এ দিন স্ত্রী বীথিকাদেবী ইটিন্ডায় আত্মীয়ের বাড়ি যাওয়ায় বাড়িতে একাই ছিলেন সীমান্তবাবু। সন্ধ্যা ৭টা নাগাদ টিভিতে ক্রিকেট খেলা দেখতে দেখতে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করায় তিনি বাড়ি থেকে বাইরে বের হন। তিনি বলেন, “কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরছিলাম। বাড়ির কাছাকাছি আসতেই জনা পাঁচেক যুবক আমাকে ঘরে ধরে বলে, চিত্‌কার করলে গুলি করে দেব। এই বলে আমার মাথায় রিভলভার ধরে ওরা বাড়িতে ঢুকে পড়ে। লুঠপাট চালিয়ে গয়নাগাটি, নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়।” এর পরেই অসুস্থ হয়ে পড়েন সীমান্তবাবু। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

লরির ধাক্কায় মৃত ১, জখম ৬
লরির ধাক্কায় মৃত্যু হল মোটরভ্যানের এক যাত্রীর। গুরুতর আহত হয়েছেন ৬ জন। সোমবার সন্দেশখালি থানার বয়ারমারির কাছে তালতলায় বাসন্তী রোডে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত আকলিমা বিবি (৩২) শঙ্করদহ আবাদ শিশিরতলা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে তিন জনকে কলকাতার হাসপাতালে এবং মৃতদেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, এক অসুস্থকে দেখতে পরিবারের কয়েক জনকে নিয়ে আকলিমা একটি নার্সিংহোমে গিয়েছিলেন। সেখান থেকে বেলা ১১টা নাগাদ মোটরভ্যানে ফেরার সময়ে পিছন থেকে একটি লরি সজোরে তাঁদের মোটরভ্যানে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আকলিমা। লরিটি আটক করে চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারের রামরামপুরের কপাটপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুব্রত মণ্ডল (৫০)। ওই দিন সন্ধ্যায় ঘরে একটি বাল্ব মেরামতি করার সময়ে বিদ্যুত্‌স্পৃষ্ট হন তিনি। ডায়মন্ড হারাবর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

জিতল তৃণমূল
রবিবার উত্তর ২৪ পরগনার তিনটি স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। স্কুলগুলি হল অশোকনগরের বিধানচন্দ্র বিদ্যাপীঠ, বাগদার রাণীহাটি হাইস্কুল ও হাবরার সপ্তগ্রাম আদর্শ হাইস্কুল। অন্যদিকে গোসাবার বড়মোল্লাখালি সরস্বতী হাইস্কুলের নির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল। প্রতি ক্ষেত্রেই ৬টি আসনে জিতেছে তৃণমূল সমর্থিত অভিভাবকেরা।

জখম যুবকের মৃত্যু
মৃত্যু হল বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হওয়া দুষ্কৃতীর। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা মতি লস্কর নামে জখম ওই যুবককে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে সে মারা যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.