রেশন থেকে নিম্নমানের খাদ্যদ্রব্য দেওয়ার অভিযোগ উঠল গোসাবা ব্লকের বালি-১ পঞ্চায়েত এলাকায়। অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন প্রশাসনের কর্তা থেকে রেশন দোকানটির এক মালিকও।
স্থানীয় সত্যনারায়ণপুরের বাসিন্দা শিবপদ মণ্ডল, কার্তিক মণ্ডলদের অভিযোগ, “রেশন ডিলার অনন্ত বিশ্বাস ও তাঁর স্ত্রী অঞ্জনা বিশ্বাস রেশন থেকে মাল দিচ্ছেন সেটা অত্যন্ত নিম্নমানের বিষয়টি পঞ্চায়েতে জানানো হয়েছে।”
অভিযোগের সত্যতা মেনে নিয়ে বালি-১ পঞ্চায়েতের প্রধান সুব্রত মণ্ডল বলেন, “সংশ্লিষ্ট রেশন ডিলারকে নিম্নমানের চাল না দেওয়ার জন্য বলা হয়েছে। বিডিও ও খাদ্য দফতরেও জানানো হয়েছে বিষয়টি।”
নিম্নমানের খাদ্যদ্রব্য দেওয়ার অভিযোগ মেনে নিয়ে পুরো ঘটনার জন্য নিজের স্বামীকে দায়ী করেছেন রেশন দোকনটির অন্যতম মালিক অঞ্জনা বিশ্বাস। তিনি বলেন, “রেশন দোকানটির মালিক ছিলেন আমার শ্বশুর। মারা যাওয়ার আগে তিনি আমাকে ও আমার স্বামীকে দোকানটির মালিক করে যান। দোকানটির নথিতে আমি প্রথম অগ্রাধিকার। আমার স্বামী দ্বিতীয়। কিন্তু খাদ্রদ্রব্য উঠছে স্বামীর নামে।” তাঁর অভিযোগ, “আমার স্বামী দিনরাত মদ খেয়ে থাকেন। তিনি দেখেন না যে তাঁকে কী মানের খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে। আমি প্রশাসনে সমস্ত বিষয় জানিয়েছি।” ওই মহিলার স্বামী অনন্ত বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
গোসাবা ব্লকের খাদ্য আধিকারিক শ্যামল চক্রবর্তী বলেন, “ওই দম্পতির কার নামে খাদ্যদ্রব্য দেওয়া হবে সেটা প্রয়োজনীয় নথি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।” গোসাবার বিডিও সুমন চট্টোপাধ্যায় জানান বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। |