টুকরো খবর |
আগুন থেকে আতঙ্ক স্কুলে
|
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শর্টসার্কিট থেকে আগুন লেগে আতঙ্ক ছড়াল মহিষাদলের রাজ হাইস্কুলে। সোমবার এই ঘটনার পরেই ছুটি দিয়ে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিনের পুরনো এই বিদ্যালয়ে বিদ্যুতের সংযোগ পৌঁছয় ১৯৭১ সালে। নীচ তলার প্রতিটি শ্রেণিকক্ষের সেই বৈদ্যুতিক তার রক্ষণাবেক্ষন হয়নি দীর্ঘদিন। এ দিন প্রথম পিরিয়ড চলাকালীন ষষ্ঠ শ্রেণির একটি কক্ষে বিদ্যুতের বোর্ড থেকে আগুনের স্ফূলিঙ্গ ছড়াতে থাকে। আতঙ্কে পড়ুয়ারা ছোটাছুটি করতে থাকে। এক ছাত্রের হাত আগুনে পুড়ে যায়। তাকে স্কুলেই প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক বুদ্ধদেব ভৌমিক বলেন, “আমরা বিদ্যুৎ দফতরে খবর দিয়েছি। ওঁরা পরিদর্শন করে যে ভাবে বলবেন সে ভাবে কাজ হবে। তবে আগে স্কুল তহবিলের টাকায় জরুরি মেরামত করা হবে। পরে ভাল ভাবে পুরো কাজটা হবে।” আজ, মঙ্গলবারও বিদ্যুতের কাজের জন্য চতুর্থ পিরিয়ডের পরে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
|
মেচেদায় বধূর দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে মেচেদা এলাকার শান্তিপুর গ্রামে। মৃতার নাম মৌসুমি আদক (২২ )। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নার পেটুয়া গ্রামের মৌসুমির সঙ্গে শান্তিপুর গ্রামের যুবক শ্যামসুন্দর আদকের মাস পাঁচেক আগে বিয়ে হয়েছিল। শ্যামসুন্দর পেশায় গাড়ি চালক। বেশ কিছুদিন ধরে তাঁদের সংসারে অশান্তি চলছিল। শ্বশুরবাড়ির লোকেদের দাবি, সোমবার ভোরে বাড়ির মধ্যে মৌসুমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা হয়েছিল। বাঁচানো যায়নি। কোলাঘাট থানার পুলিশ অবশ্য বাড়ির ভিতরে মেঝে থেকে মৌসুমির মৃতদেহ উদ্ধার করেছে। মৌসুমির বাবার অভিযোগ, আরও পণ চেয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। না পেয়ে মেয়েকে খুন করা হয়েছে। মেয়ের স্বামী শ্যামসুন্দর, শাশুড়ি ঊষা আদকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
|
বিদ্যুৎ চুরি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাক্তন ভূমি ও রাজস্ব আধিকারিক। সোমবার সুতাহাটা থানার পুলিশ পার্বতীপুর থেকে গ্রেফতার করে মিলন দাস নামে ওই ব্যক্তিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও মিলনবাবু দীর্ঘদিন ধরেই চুরি করে বিদ্যুৎ টানতেন বলে অভিযোগ। বাড়ির মিটার বক্সে কারচুপি করেছিলেন তিনি। গত ২৪ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেন বিদ্যুৎ দফতরের চৈতন্যপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইমন চক্রবর্তী। তার ভিত্তিতে এ দিন বাড়ি থেকেই গ্রেফতার হন মিলনবাবু। আগেও এ ধরনের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
|
লরি থেকে মাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরি থেকে মাল নামানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। মৃত মোহন কিস্কুর (২৮) বাড়ি আঁদুলিয়ায়। সোমবার দুপুরে সবংয়ের তেমাথানিতে দুর্ঘটনাটি ঘটে।
রাস্তার একপাশে লরি দাঁড় করিয়ে মালপত্র নামাচ্ছিলেন কয়েকজন যুবক। রাস্তার উপর দিয়ে বিদ্যুতের তার চলে গিয়েছে। আচমকাই একটি তারে বিদ্যুৎপৃষ্ট হন মোহন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
|
সংখ্যালঘু উন্নয়নে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় পরিদর্শনে এল রাজ্য সংখ্যালঘু কমিশনের এক প্রতিনিধি দল। কমিশনের চেয়ারম্যান এন্তাজ আলি শাহ’র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ দিন প্রথমে জেলাশাসকের অফিসে সংখ্যালঘু উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখেন। এরপর নিমতৌড়ি স্মৃতিসৌধে জেলার বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
|
দলবদল |
তৃণমূলে এলেন সবং ব্লকের চাঁদকুড়ি পঞ্চায়েতের ডন্ডরা বুথের ৮০ জন কংগ্রেস সমর্থক। ব্লক কংগ্রেস সভাপতি অমল পাণ্ডা যদিও বলেন, “এমন ঘটনা জানা নেই।” |
|