পাঁচ বছরে যা হয়নি, আইপিএল সিক্সে সেটাই হতে চলেছে। পেপসি আইপিএল ফাইনালে থাকতে চলেছে রিজার্ভ ডে। ২৬ মে ইডেনে আইপিএল ফাইনাল। সোমবার চেন্নাইয়ের বৈঠকে আইপিএল গর্ভনিং কাউন্সিল পরিস্থিতি খতিয়ে দেখে বুঝতে পারে যে, ওই সময় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়। বৃষ্টিতে ফাইনাল ভেস্তেও যেতে পারে। অতএব, পরের দিন অর্থাৎ ২৭ মে-কে রিজার্ভ ডে হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “কোনও কারণে ২৬ মে ম্যাচ ভেস্তে গেলে ওই একই টিকিটে পরের দিন দর্শকরা ম্যাচ দেখতে পারবেন। বোর্ডের সঙ্গে কথা হয়ে গিয়েছে।” একই সঙ্গে আইপিএল ফাইনালের দিন বোর্ড আতসবাজির বিশাল প্রদর্শনীর ব্যবস্থা রাখতে চলেছে। আন্তর্জাতিক মানের আতসবাজির ব্যবস্থা থাকবে। সিএবি-কে বলা হয়েছে, পুলিশ এবং দমকল বিভাগের সঙ্গে কথা বলে যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে। ফাইনাল শেষ হলে আতসবাজির প্রদর্শনী হবে। ‘ক্লোজিং সেরেমনি’ হিসেবে আলাদা কোনও অনুষ্ঠান হচ্ছে না। কলকাতায় প্লে অফ এবং ফাইনালের দিন যাতে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ডিজে-র ব্যবস্থা থাকে তার জন্য উদ্যোগী হচ্ছে বোর্ড। এমনিতে হাইকোর্টের নির্দেশে ইডেনের সব ম্যাচেই রাত দশটার পর ডিজে-র গানবাজনা বন্ধ করে দিতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের কাছে বোর্ড বিশেষ আবেদন করছে শুধু প্লে অফ আর ফাইনালের দিন নিয়ম শিথিল করার জন্য। |