সচিনের জোড়া ক্যাচে জয়
য়াংখেড়েতেও সচিন তেন্ডুলকরের স্টাম্প উপড়ে গেলে গ্যালারি আর নির্বাক হয় না! সোমবার সচিন (১০ বলে ৯) আবার বোল্ড। এ বার প্রবীণ কুমারের ডেলিভারি ‘অন দ্য রাইজ’ খেলতে গিয়ে ব্যাট-প্যাড হয়ে বোল্ড। আগের সচিন হলে তাঁর ঘরের মাঠে এই অবস্থায় মাঠে পিন পড়লেও তার আওয়াজ শোনা যেত! পেপসি আইপিএলে ক্যাচরম্যাচর লেগেই থাকল! বরং সচিনকেই স্বভাববিরুদ্ধ হাত ছুড়তে দেখা গেল ম্যাচের শেষ দিকে যখন কিংস ইলেভেনের প্রবল বিপজ্জনক দেখানো ডেভিড মিলারের (৩৪ বলে ৫৬) ক্যাচ আউটফিল্ডে দৌড়ে ধরে মুম্বই ইন্ডিয়ান্সের টুর্নামেন্টে নবম ম্যাচে ষষ্ঠ জয় কার্যত নিশ্চিত করলেন। যদিও শেষ বল পর্যন্ত লড়ে ৪ রানে হারল পঞ্জাব। শেষ ক্যাচটাও ধরেন সচিন। উত্তেজক পরিসমাপ্তিতে ধবল কুলকার্নির ‘নো’ হয়েছে কি না সেটা দেখেন আম্পায়ার। যদিও তার দু’ডেলিভারি আগে একই বোলারের ‘নো’ তাঁর চোখ এড়িয়ে গিয়েছিল।
ফের বোল্ড সচিন। এ বার ঘাতক প্রবীণ কুমার। সোমবার। ছবি:পিটিআই
এ দিন চূড়ান্ত অফফর্ম গিলক্রিস্ট বসে যাওয়ায় কিংসকে নেতৃত্ব দিলেন তাঁর দেশোয়ালি ডেভিড হাসি। মুম্বইয়ে যথারীতি পন্টিংয়ের বদলে নেতা রোহিত শর্মা। ফলে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক- সহ অধিনায়ককে (পান্টার-গিলি) যুযুধান দেখার যে বিরল ছবি আইপিএলের সৌজন্যে সুযোগ ছিল, সেটা হল না। যদিও বুকাননের সেই ‘গ্রুপ অফ ক্যাপ্টেন্স’-এর আজব তত্ত্ব টুর্নামেন্টে এসে পড়ল। পাঁচ বিদেশি অধিনায়কের দলের চারটেতেই একাধিক ক্যাপ্টেনের আবির্ভাবে। টস জিতে ব্যাটিং নেওয়ার পর রোহিত টিভির সামনে বলেন, “ওয়াংখেড়েকে নিজেদের দুর্গ বানাতে চাই।” সেটা নিজেই বানালেন ৩৯ বলে ৭৯ নটআউট (৬X৪, ৬X৬) করে। শেষ ওভারে ডেভিড হাসির থেকেই নিলেন ২৭ রান। পরের ম্যাচেই না কিংসে তৃতীয় ক্যাপ্টেনের আগমন ঘটে!

পয়েন্ট টেবল




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.