বিয়ের দু’মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। রবিবার বিকেলে ওই বধূর শ্বশুরবাড়ি কেতুগ্রামের ত্যাওড়া গ্রাম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত বধূর নাম টুম্পা প্রধান (২২)। তাঁর বাপের বাড়ি কাটোয়ার জগদানন্দপুরের যমুনাপাতাই গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুুমান, বর পছন্দ না হওয়ায় প্রথম থেকেই মানসিক অবসাদে ভুগতেন টুম্পাদেবী। সেই কারণেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গত মার্চে টুম্পাদেবীর সঙ্গে ত্যাওড়া গ্রামের বিধান প্রধানের বিয়ে হয়। দুই পরিবারের মধ্যে আত্মীয়তাও ছিল। বিধানবাবু পাশের গ্রামে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তিনি পুলিশকে জানান, স্ত্রীর চেয়ে বেঁটে হওয়ায় স্ত্রী তাঁকে পছন্দ করতেন না। সোমবার কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের সময় তিনি বলেন, “আমায় ঠিক পছন্দ করত না বলে গায়ে হাত দিলেও সরিয়ে দিত।” তবে এ নিয়ে কেতুগ্রাম থানায় কোনও অভিযোগ হয়নি। টুম্পাদেবীর বাবা শীতল প্রধান বলেন, “বিয়ের পর থেকেই মেয়ে মানসিক অবসাদে ভুগত। তবে এমন কাণ্ড করে ফেলবে বুঝতে পারিনি।” বিধানবাবুর বাবা জয়দের প্রধান আবার বলেন, “ওরা তো পরস্পরকে পছন্দ করেই বিয়ে করেছিল। তারপরেও এমন মর্মান্তিক কাণ্ড কেন হল বুঝতে পারছি না।”
|
১১ দফা দাবি নিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হল কালনা জোনাল বামফ্রন্টের তরফে। সোমবার স্মারকলিপির বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে ছিল অবিলম্বে ভুঁইফোঁড় সংস্থার দ্বারা প্রতারিত সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এ ছাড়াও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা, বামপন্থী নেতা-কর্মীদের মিথ্যা মামলায় না জড়ানো, সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত, খাদ্যপণ্য-সহ জিনিসপত্রের দাম কমানো ছিল আরও কয়েকটি দাবি। এ দিন বিকেলে বামফ্রন্টের তরফে একটি প্রতিনিধি দল বিষয়গুলি নিয়ে আলোচনা করেন কালনার মহকুমাশাসক চিরন্তন প্রামাণিকের সঙ্গে। মহকুমাশাসক বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। স্মারকলিপি জমা দেওয়ার আগে একটি মিছিল মহকুমাশাসকের কার্যালয়ের কাছাকাছি ভিড়িঙ্গি মোড়ে একটি জনসভা করে। এই সভায় সারদার বিরুদ্ধে সরব হন বামফ্রন্টের নেতারা।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বোরো চাষির। পুলিশ জানায়, মৃতের নাম মহাদেব হাজরা (৫৩)। বাড়ি মেমারির পিকাইপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরে জমিতে কীটনাশক পান করে বাড়ি ফেরেন মহাদেববাবু। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে সনাতন হাজরার দাবি, সাম্প্রতিক ঝড়বৃষ্টিতে তাঁদের সাত বিঘা জমির বোরো ধানে ক্ষতি হয়েছে। বাড়িতে রাখা ৪০ বস্তা ধানও নষ্ট হয়েছে। পাঁচ বিঘা জমিতে আলু চাষ করা হলেও দাম মেলেনি। সনাতনবাবুর দাবি, “প্রায় ৬০,০০০ টাকা দেনা ছিল। এ সব চাপে বাবা আত্মঘাতী হয়েছেন।” মেমারি থানার তরফে যদিও জানানো হয়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
|
এক কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কালনা শহরের বড়মিত্রপাড়ায়। পুলিশ জানিয়, মৃতের নাম শুভ্রজিৎ মল্লিক (২০)। রবিবার বিকেলে বাড়িতেই তার ঝুলন্ত দেহ মেলে। শুভ্রজিৎ কালনা কলেজে পদার্থবিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাড়ির লোকজনের দাবি, সামনেই পরীক্ষা। কিন্তু ঠিকঠাক প্রস্তুতি নেওয়া হয়নি তার। কয়েকজন শিক্ষকের কাছে এ কথা স্বীকারও করেছিল সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদেও ওই ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হয়।
|
প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার ভোরে মেমারির ঘটনা। মৃতের নাম আব্দুল হাকিম (৫৬)। বাড়ি মেমারির তক্তিপুর গ্রামে। পুলিশ জানায়, হাঁটার সময় পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের ছোঁয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
|
কাটোয়া
বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সংহতি মঞ্চ।
বিকাল ৫টা। উদ্যোগ: সত্যনারায়ণ অ্যাকাডেমি। |