|
|
|
|
বরো নির্বাচন আজ |
কাও এলে বয়কট, হুঁশিয়ারি বামেদের
নিজস্ব সংবাদদাতা |
জেলে বন্দি শম্ভুনাথ কাও নির্বাচনে হাজির হলে ভোট বয়কট করবেন বাম কাউন্সিলরেরা। সম্প্রতি দলেরই এক কর্মীকে খুনের অভিযোগে জেলে রয়েছেন ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাও। তিনি যে বরোর কাউন্সিলর, সেই ৭ নম্বর বরোয় আজ, সোমবার, চেয়ারপার্সন নির্বাচন। ওই বরোর ৯ জন কাউন্সিলরের মধ্যে ৫ জন তৃণমূলের, বাকি ৪ জন বামেদের। আদালতের নির্দেশে ভোট দেওয়ার জন্য মাত্র দু’ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন কাও। অর্থাৎ, আজ ওই নির্বাচনে তিনি অংশ নেবেন। আর তাতেই আপত্তি বাম কাউন্সিলরদের।
|
শম্ভুনাথ কাও |
পুরসভার বিরোধী দলনেত্রী সিপিএমের রূপা বাগচী বলেন, “খুনের ঘটনায় অভিযুক্ত জেলবন্দি কাউন্সিলর বরো নির্বাচনে অংশ নেওয়ার ঘটনায় পুরসভা কলঙ্কিত হবে।” যে পক্ষেই ভোট দিন না কেন, ওই কাউন্সিলর বরোয় উপস্থিত থাকলেই বামেরা নির্বাচন বয়কট করবে বলে জানান রূপাদেবী। তাঁর অভিযোগ, “ভোট পাওয়ার জন্য তৃণমূল এখন খুনের মামলায় বিচারাধীন এক জেলবন্দিকেও পাশে পেতে চাইছে।” মেয়র শোভন চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “আদালতের নির্দেশেই ভোট দেওয়ার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কাও। এখানে তৃণমূলের কোনও ভূমিকাই নেই।” ওই বরোর ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহা বলেন, “সিপিএমের কাছে নীতির কথা শুনব না। আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পাবেন তিনি। দলের কোনও ভূমিকা নেই।”
পুরসভার ৭ নম্বর বরোর অধীনে ৯টি ওয়ার্ড। ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ ও ৬৭। গত দু’বছর এই বরো তৃণমূলের দখলেই রয়েছে। দখলে রাখতে হলে কাওয়ের ভোটটা পেতেই হবে তৃণমূলকে। তাই কাওকে ভোটের দিন (আজ) ৭ নম্বর বরোয় হাজির করতে আদালতে আবেদন জানানো হয়। আইনজীবীর আবেদনের প্রেক্ষিতেই প্যারোলে কাওকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
গত বছর এই বরোর চেয়ারপার্সন ছিলেন ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। এ বারও তাঁকেই বরো চেয়ারপার্সন পদে প্রার্থী করেছে তৃণমূল। পুর প্রশাসন সূত্রের খবর, কাওয়ের বিরুদ্ধে তৃণমূলের বেশ কিছু কর্মী ক্ষুব্ধ। ভোটের সময়ে তাঁরা বিক্ষোভ দেখাতে পারেন। তাই বরো অফিস চত্বরে পুলিশ মোতায়েন থাকবে। মহম্মদ ইকবালের ১৫ নম্বর বরোয় নির্বাচনও কড়া পুলিশ প্রহরায় হয়েছিল।
|
পুরনো খবর: ধাপায় খুন তৃণমূল নেতাই, পুরপিতাকে ধরার নির্দেশ |
|
|
|
|
|