বেঙ্গালুরু চেন্নাই ধর্মশালা হায়দরাবাদ জয়পুর কলকাতা মোহালি মুম্বই পুণে দিল্লি রাঁচি ছত্তীসগঢ়

ছত্তীসগঢ় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ছত্তীসগঢ়
হোম টিম: দিল্লি ডেয়ারডেভিলস

টেস্ট খেলা: হয়নি

এক দিনের খেলা:
হয়নি

টি-২০ খেলা: হয়নি

আইপিএল ২০১৩-র প্রথম খেলা: ০৮ এপ্রিল ’১৩
প্রথম খেলা কাদের: দিল্লি ডেয়ারডেভিলস বনাম পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
মোট খেলা: ২ টি

ছত্তীসগঢ়ের বর্তমান রাজধানী রায়পুরের এই স্টেডিয়ামের পোশাকি নাম শহিদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০০৮ সালে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন হয়। ৬৫ হাজারের দর্শকাসনবিশিষ্ট এই স্টেডিয়ামটি এখনও পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ফ্লাডলাইট-সহ সমস্ত ধরনের আধুনিক সুযোগসুবিধাযুক্ত এই স্টেডিয়ামটি রায়পুর বিমানবন্দর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কের কাছে গড়ে উঠেছে। সুনীল গাওস্করের মতে এটি দেশের অন্যতম সেরা স্টেডিয়াম। তিনি মনে করেন, এখানে সব শ্রেণীর ক্রিকেট ম্যাচ হওয়া উচিত। ২০১০-এর ২১ নভেম্বর এথানে আন্তর্জাতিক স্তরের প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল কানাডার জাতীয় ক্রিকেট দল ও ছত্তীসগড়ের রাজ্য দলের মধ্যে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে ২০১২–র ১৬ ডিসেম্বরে এখানে হাফ-ম্যারাথনের আয়োজনও করা হয়েছিল।
খেলার পরিসংখ্যান
প্রথম টেস্ট - -
শেষ টেস্ট - -
প্রথম ওয়ান ডে - -
শেষ ওয়ান ডে - -
প্রথম টি-২০ - -
শেষ টি-২০ - -
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী -
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী -
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী -
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী -
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী -
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী -

ম্যাপ দেখার জন্য...