বেঙ্গালুরু চেন্নাই ধর্মশালা হায়দরাবাদ জয়পুর কলকাতা মোহালি মুম্বই পুণে দিল্লি রাঁচি ছত্তীসগঢ়

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
হোম টিম: মুম্বই ইন্ডিয়ানস

‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: গারওয়ারে প্যাভেলিয়ন এন্ড ও টাটা এন্ড

সর্বাধিক টেস্ট খেলার রান: ওয়েস্ট ইন্ডিজ ৬০৪/৬ (ডিক্লেয়ার)
কবে: ২৩ জানুয়ারি, ১৯৭৫
কাদের বিরুদ্ধে: ভারত

সর্বাধিক এক দিনের খেলার রান:
নিউজিল্যান্ড ৩৫৮/৬
কবে: ১৩ মার্চ, ২০১১
কাদের বিরুদ্ধে: কানাডা

সর্বাধিক টি-২০ খেলার রান: ইংল্যান্ড ১৮১/৪
কবে: ২২ ডিসেম্বর, ২০১২
কাদের বিরুদ্ধে: ভারত

আইপিএল ২০১৩-র প্রথম খেলা: ০৯ এপ্রিল ’১৩
প্রথম খেলা কাদের: মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ডেয়ারডেভিলস
মোট খেলা: ৮ টি

শেষরাও ক্রুশনারাও ওয়াংখেড়ে স্টেডিয়াম বা সকলের পরিচিত ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্রেবোর্নের পরেই মুম্বইয়ের দ্বিতীয় আন্তর্জাতিক স্টেডিয়াম। ওয়াংখেড়ের জন্ম-ইতিহাস ঘাঁটলে দেখা যায় শহরের অপর একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম ব্রোবোর্নের মালিকপক্ষ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া ও মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসন বা এমসিএ-র সঙ্গে টিকিট বিক্রি সংক্রান্ত এক ঝামেলার ফলস্বরূপ গড়া হয়েছিল এই স্টেডিয়াম। মূলত এমসিএ-র সচিব ও রাজনীতিবিদ এস কে ওয়াংখেড়ের ব্যক্তিগত উদ্যেগে দক্ষিণ মুম্বইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনের কাছে গড়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম। মাত্র ছয় মাসের রেকর্ড সময়ে তৈরি হয়ে ১৯৭৫ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল টেস্টের আগে যথাসময়ে খুলে যায় ওয়াংখেড়ের দ্বার। এখানে প্রথম ওয়ান ডে ম্যাচ হয়েছিল ১৯৮৭ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ৪৫ হাজারের আসনবিশিষ্ট ওয়াংখেড়ের মাঠে সবচেয়ে বেশি টেস্ট রান করেন সুনীল গাওস্কর (১১২২ রান)। এখানেই একটি প্রথম শ্রেণির ম্যাচে এক ওভারে টানা ছ’টি ছয় মেরে রেকর্ড গড়েন রবি শাস্ত্রী। কিন্তু সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনার সাক্ষী ওয়াংখেড়ের দর্শকরা। ২০১১-র ২ এপ্রিল এই মাঠেই আইসিসি বিশ্বকাপের ট্রফি জয়ের সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের মনে এক চিরস্থায়ী মুহূর্তকে উপহার দেয় ধোনিবাহিনী।
খেলার পরিসংখ্যান
প্রথম টেস্ট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২৩-২৯ জানুয়ারি, ১৯৭৫
শেষ টেস্ট ভারত বনাম ইংল্যান্ড ২৩-২৬ নভেম্বর, ২০১২
প্রথম ওয়ান ডে ভারত বনাম শ্রীলঙ্কা ১৭ জানুয়ারি, ১৯৮৭
শেষ ওয়ান ডে ভারত বনাম ইংল্যান্ড ২৩ অক্টোবর, ২০১১
প্রথম টি-২০ ভারত বনাম ইংল্যান্ড ২২ ডিসেম্বর, ২০১২
শেষ টি-২০ ভারত বনাম ইংল্যান্ড ২২ ডিসেম্বর, ২০১২
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী সুনীল গাওস্কার
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী ভেঙ্কটেশ প্রসাদ
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী মাইকেল লাম্ব
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী যুবরাজ সিংহ

ম্যাপ দেখার জন্য...