বেঙ্গালুরু চেন্নাই ধর্মশালা হায়দরাবাদ জয়পুর কলকাতা মোহালি মুম্বই পুণে দিল্লি রাঁচি ছত্তীসগঢ়

ফিরোজ শাহ কোটলা, দিল্লি
হোম টিম: দিল্লি ডেয়ারডেভিলস

‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: স্টেডিয়াম এন্ড ও প্যাভেলিয়ন এন্ড

সর্বাধিক টেস্ট খেলার রান: ওয়েস্ট ইন্ডিজ ৬৪৪/৮ (ডিক্লেয়ার)
কবে: ৬ ফেব্রুয়ারি, ১৯৫৯
কাদের বিরুদ্ধে:
ভারত

সর্বাধিক এক দিনের খেলার রান:
ওয়েস্ট ইন্ডিজ ৩৩০/৮
কবে: ২৮ ফেব্রুয়ারি, ২০১১
কাদের বিরুদ্ধে: নেদারল্যান্ডস

টি-২০ খেলা: হয়নি

আইপিএল ২০১৩-র প্রথম খেলা: ০৬ এপ্রিল ’১৩
প্রথম খেলা কাদের: দিল্লি ডেয়ারডেভিলস বনাম রাজস্থান রয়্যালস
মোট খেলা: ৬ টি

মনে পড়ে পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলের ঐতিহাসিক ১০ উইকেটের বিজয়গাথা! এ ধরনের বহু বীরগাথা জড়িত রয়েছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের মাঠে। ইডেন গার্ডেনসের পরে দেশের দ্বিতীয় প্রাচীনতম কোটলার এই স্টেডিয়ামটি ১৮৮৩ সালে স্থাপিত হয়েছিল। দিল্লি ডেয়ারডেভিলসের ঘরের মাঠ কোটলার স্থাপতিরা হলেন দানিস সিদ্দিকি ও নাভাল খন্না।
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোশিয়েসন বা ডিডিসিএ-এর মালিকানাধীন এই স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয়েছিল ১৯৪৮-’৪৯-এর মরসুমে। সে সময়কালের ক্রিকেট-দৈত্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ভারতের হয়ে বেশ কিছু ভাল পারফরম্যান্সেরও সাক্ষী এই কোটলার মাটি। ১৯৫২-তে এখানেই গড়া হেমু অধিকারী ও গোলাম আমেদের দশম উইকেটের রেকর্ড ১০৯ রানের পার্টনারশিপ আজও অক্ষত। ১৯৮১ সালে কোটলাতেই টেস্টে মোট সর্বোচ্চ রানের সোবার্সের বিশ্বরেকর্ড ভাঙেন জিওফ বয়কট। ১৯৮৪-’৮৫ মরসুমে এখানেই টেস্টে ব্র্যডম্যানের মেট সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন সুনীল গাওস্কার। আবার ২০০৫-’০৬ সালে গাওস্করের ৩৪টি টেস্ট শতরানের রেকর্ড ভেঙে এখানে নিজের ৩৫তম শতরান করেন সচিন। ১৯৮২ সালে কোটলার মাঠে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ হয়েছিল।
খেলার পরিসংখ্যান
প্রথম টেস্ট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ১০-১৪ নভেম্বর, ১৯৪৮
শেষ টেস্ট ভারত বনাম অস্ট্রেলিয়া ২২-২৪ মার্চ, ২০১৩
প্রথম ওয়ান ডে ভারত বনাম শ্রীলঙ্কা ১৫ সেপ্টেম্বর, ১৯৮২
শেষ ওয়ান ডে ভারত বনাম পাকিস্তান ৬ জানুয়ারি, ২০১৩
প্রথম টি-২০ - -
শেষ টি-২০ - -
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী কেমার রোচ
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী -
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী -

ম্যাপ দেখার জন্য...