টুকরো খবর
ভুঁইফোঁড়দের তালিকা তৈরি করছে পুলিশ
রাজ্যের প্রতিটি থানাকে ভুঁইফোঁড় বেসরকারি অর্থলগ্নি সংস্থাগুলির তালিকা তৈরি করার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। সবক’টি জেলার পুলিশ সুপারের কাছে এই নির্দেশ গিয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে খুব শীঘ্রই রাজ্যে নতুন, কড়া আইন প্রণয়ন হতে যাচ্ছে এই সংস্থাগুলির বিরুদ্ধে। আইন প্রয়োগের কাজ আগাম সেরে রাখছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, সারদা-কাণ্ড নিয়ে রাজ্য সরকার ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ গড়ার সিদ্ধান্ত ঘোষণার পরেই ডিজি এই নির্দেশ দেন। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে যেখানে অভিযোগ জমা পড়েছে, সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে অফিসে তল্লাশি চালিয়ে নথিপত্র সংগ্রহের নির্দেশও দেন তিনি। অন্যান্য যে সব সংস্থা চড়া সুদের টোপ দিয়ে আমানত সংগ্রহ করছে তাদের কী অনুমোদন রয়েছে, তা খতিয়ে দেখতেও বলেছেন। উত্তরবঙ্গের ছয় জেলার পুলিশ সুপাররা সারদার অফিস, আমানত ও সম্পদের পরিমাণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের এসপি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “সারদার কাজ নিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। অন্য সংস্থাগুলির বিষয়েও তদন্ত হচ্ছে।” তালিকায় সংস্থার নাম, ঠিকানা, প্রতিষ্ঠার তারিখ, ডিরেক্টরের নাম এবং জেলা ম্যানেজারের নাম, ফোন নম্বর থাকছে। সঙ্গে ট্রেড লাইসেন্স বা কোম্পানি রেজিস্ট্রেশন নম্বরও থাকছে।

সচেতন করবে বেসরকারি সংস্থা
ভুঁইফোঁড় অর্থ লগ্নি সংস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে একটি বেসরকারি সংগঠন। ক্রেতা সুরক্ষা আইনের সাহায্যে তারা প্রতারিতদের পাশে দাঁড়াতে চায়। বিপন্ন আমানতকারীদের ক্ষতিপূরণের টাকা তোলার জন্য সিগারেটের উপরে কর বসানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলাও করছে ওই সংগঠন। বিভিন্ন জেলার প্রতারিত মানুষ কী ভাবে আমানতের টাকা ফেরত পেতে পারেন, তা নিয়ে ওই সংগঠন বৃহস্পতিবার কংগ্রেসের সহায়তায় সমাবেশ করেছে ডায়মন্ড হারবারের কাছে হটুগঞ্জের মোড়ে। ভুঁইফোঁড় লগ্নি সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত কাকদ্বীপ, মন্দিরবাজারের বহ মানুষ ওই সমাবেশে যোগ দেন। শুক্রবার সংগঠনের সভানেত্রী মালা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই সমাবেশে প্রায় ৫০০ অভিযোগ জমা পড়েছে। অভিযুক্ত সংস্থার সংখ্যা প্রায় ২৫।” অন্যান্য জেলাতেও সমাবেশ হবে। রাজনৈতিক দলের সহায়তায় প্রচার-অভিযান কেন? মালাদেবী বলেন, “বেশি মাত্রায় এই ধরনের সমাবেশ করা গেলে প্রতারিত আমানতকারীরা ন্যায্য পাওনা আদায়ের জন্য জোট বাঁধার সুযোগও পাবেন।”

মমতার বিমান -ভাড়া
যোজনা কমিশনের বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদের দিল্লি থেকে কলকাতায় ফেরার চার্টার্ড বিমানের ভাড়া পরের দিনই মিটিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার তৃণমূল সূত্রে কথা জানানো হয়। ১০ এপ্রিল চার্টার্ড বিমানে মমতার ফেরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মুখ্যসচিবকে চিঠিও দেন তিনি। দিন তার জবাব দিয়ে তৃণমূল সূত্রে জানানো হয়, ১১ এপ্রিল চার্টার্ড বিমান সংস্থাকে (অ্যালকেমিস্ট এয়ার) ভাড়া বাবদ সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তৃণমূলের এক শীর্ষ নেতার মন্তব্য, প্রয়োজনে নেত্রীর জন্য ওই টাকা খরচ করার সঙ্গতি দলের আছে।

পুরনো খবর:
তছরুপের ৮ কোটি ইন্দ্রজিতের ফ্ল্যাটে
পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন পর্ষদের তছরুপ হওয়া ১৭ কোটি টাকার মধ্যে আট কোটি তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, জানুয়ারিতে পর্ষদে তছরুপের অভিযোগ দায়ের করা হয়। পরে প্রমাণ মেলে, বিত্ত নিগমের মামলায় ধৃত ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় পর্ষদের তছরুপেও জড়িত। জেরার ইন্দ্রজিৎ জানান, হাতানো টাকার একটি অংশ গল্ফ গ্রিনের একটি ফ্ল্যাটে আছে। শুক্রবার সেই টাকা উদ্ধার করা হয়। ওই ভাড়া বাড়িতে বেশ কিছু দিন ছিলেন ইন্দ্রজিৎ। তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে দু’কোটি টাকা ছিল।

পুরনো খবর:
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির আগে মুখ্যমন্ত্রীর দাবি
• দেশে কাজের নিরিখে বাংলা এক বা দু’নম্বরে
• স্বাস্থ্য-শিক্ষা-কারিগরি শিক্ষায় ভাল কাজ
• পর্যটন, পুর-নগরোন্নয়ন সন্তোষজনক
• পরিবহণের কাজ খুব ভাল হয়েছে
• পরিষেবা ক্ষেত্রেও তা-ই
• সংখ্যালঘুদের জন্য ভাল কাজ করতে পেরেছি
• শিল্পে মুখ্যসচিবের কমিটি ভাল কাজ করেছে
• সব শিল্প-প্রস্তাবে অনুমোদন
• ১৪ ওয়াই ধারা মেনে বাড়তি জমির অনুমতি
• বিগত অর্থবর্ষে ১২ হাজার কোটি বাড়তি আয়
• একশো দিনের কাজে এ রাজ্য দেশের শীর্ষে
• ওই খাতে কেন্দ্রের কাছে পাওনা ছ’শো কোটি
• পুকুর কাটার লক্ষ্যমাত্রা বেড়ে ৫১ হাজার



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.