মমতার চার্টার্ড বিমান নিয়ে প্রশ্ন সূর্যকান্তের
সারদা-কাণ্ডে রাজ্য সরকার এবং শাসক দল যখন অস্বস্তিতে, সেই সময় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করছে বিরোধী বামেরা। যোজনা কমিশনে বৈঠক সেরে দিল্লি থেকে কাদের চার্টার্ড বিমানে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরেছিলেন, জানতে
চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে বৃহস্পতিবার চিঠি দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
রাজ্যের কিছু দাবিদাওয়া নিয়ে বৈঠকের জন্য চলতি মাসেই দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যোজনা কমিশনে গত ৯ এপ্রিল তাঁর বৈঠক করতে যাওয়ার পথেই সিপিএম এবং এসএফআইয়ের বিক্ষোভে নিগ্রহের শিকার হন অর্থমন্ত্রী অমিত মিত্র।
সেই সন্ধ্যাতেই অসুস্থ বোধ করতে থাকেন মুখ্যমন্ত্রী। বাতিল করা হয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠক। দিল্লি থেকে ১০ তারিখ চার্টার্ড বিমানে কলকাতায় ফিরে সরাসরি মিন্টো পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে ফেরার সেই উড়ান খরচ এবং তার নেপথ্যে কারা, তা নিয়েই এ বার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে বিরোধী দলনেতা জানতে চেয়েছেন কোন সংস্থা থেকে ওই দিন বিমান ভাড়া করা হয়েছিল, কারা ছিল সেই বিমানে, কত খরচ হয়েছিল এই যাবতীয় প্রশ্নই। সূর্যবাবু এ দিন বলেন, “জানতে চেয়েছি, কারা ছিলেন ওই বিমানে? কার বিমান ভাড়া করা হয়েছিল? কারণ, মুখ্যমন্ত্রী অসুস্থ ছিলেন। বিমানবন্দর থেকেই হাসপাতালে চলে যান। মুখ্যমন্ত্রী যখন অসুস্থ, তখন তাঁর জন্য যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা দেখার দায়িত্ব মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের।” বিমানবন্দর সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জন্য ওই চার্টার্ড বিমানের ব্যবস্থা (উড়ান নং: এন২১৮কেডি) করেছিলেন তৃণমূলেরই এক সাংসদ।
বাম ছাত্র-যুব সংগঠনগুলির প্রতিবাদ মিছিল। বৃহস্পতিবার কলেজ স্ট্রিট চত্বরে। —নিজস্ব চিত্র
বিরোধী দলনেতার এই প্রশ্নের খবর পেয়ে ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য, তাঁর নিজের দলের কোনও সাংসদ যদি দলনেত্রীর জন্য বিমানের ব্যবস্থা করে দেন, তাতে কার কী বলার থাকতে পারে? সূর্যবাবুর বক্তব্য, “বিমানে ডজনখানেক লোক ছিলেন শুনেছি। তাঁদের মধ্যে এবং বিমানবন্দরে চিকিৎসক, নার্স ছিলেন কি না, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল কি না, কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর জন্য বিমানে কাউকে পাঠিয়েছিল কি না এ সবই জানতে হবে। এগুলো মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নয়। জানার অধিকার সকলের রয়েছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন।”
বিরোধী দলনেতার এমন চিঠির প্রতিক্রিয়ায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, “নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর, জঙ্গলমহল অনেক চিঠিই সূর্যবাবুর মুখ্যমন্ত্রীকে বিরোধী দলের তরফে দেওয়া হয়েছিল। কিন্তু কোনও চিঠির উত্তর মুখ্যমন্ত্রী দেননি। সেই লজ্জায় আর মন্ত্রী মহলকে চিঠি না-দিয়ে সূর্যবাবু মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে নিজেদের দলের অভিযুক্তদের বাঁচাতে সারদা-কাণ্ডের দিকে দৃষ্টি ঘোরাতে চাইছেন!”
এরই মধ্যে কলকাতায় বাম যুবদের মিছিল ও জমায়েত থেকে দাবি তোলা হয়েছে, সারদা-কাণ্ডের প্রকৃত নিরপেক্ষ তদন্তের স্বার্থে স্বয়ং মুখ্যমন্ত্রীকেই গ্রেফতার করুক সিবিআই। মমতার সরকারের প্রায় দু’বছরের জমানায় যে দাবি নজিরবিহীন! বামফ্রন্টের যুব সংগঠনগুলির ‘মহাকরণ চলো’ কর্মসূচির শুরুতে কলেজ স্কোয়ারের জমায়েতে ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা যুব লিগের নেতা আলি ইমরান রাম্জ বলেন, “সারদা-কাণ্ডে শাসক দলের নেতারা লাভবান হয়েছেন বলে প্রকাশ হচ্ছে। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়া দূরে থাক, তাঁদের আড়াল করতে চাইছেন। তাঁর ছবিই সারদার কর্ণধার বহু টাকায় কিনেছেন বলে জানা যাচ্ছে। তিনি নিজের আসনে থাকলে রাজ্য পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয়, বোঝাই যাচ্ছে। তাই সিবিআই তদন্ত হোক এবং মুখ্যমন্ত্রীকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই!” কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বাম যুবদের মিছিলে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী তাদের দাবিপত্র নিতে রাজি না-হওয়ায় ঘণ্টাখানেক ধর্মতলার পথ অবরোধ করে তারা। যার জেরে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শেষে ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী ঘোষণা করেন, এর পর পুলিশ-প্রশাসনকে না-জানিয়ে তাঁরা বিক্ষোভ করবেন। যুব লিগের রাজ্য সম্পাদক অনির্বাণ চৌধুরী কটাক্ষ করেন, মুখ্যমন্ত্রী কি নিরুদ্দেশ?
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী-সহ কারও নাম না-করেই প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এ দিন দাবি করেন, সারদা-কাণ্ডে যে নেতা-মন্ত্রীরা (দল নির্বিশেষে) লাভবান হয়েছেন বলে প্রমাণিত হবে, তাঁদেরও সম্পত্তি আটক করা উচিত। কারণ, সেটাও বেআইনি হস্তান্তর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.