টুকরো খবর
শিক্ষিকার শংসাপত্র জাল, পুলিশকে জানাবে সংসদ
জাল শংসাপত্র দিয়ে দীর্ঘদিন চাকরির অভিযোগে এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিল শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার সংসদের ডিসিপ্লিন কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পরে এ দিন সংসদের বোর্ড মিটিংয়েও তা পাশ করিয়ে নেওয়া হয়। অভিযোগ, শিক্ষিকার চাকরি পেতে তিনি মাধ্যমিকের জাল শংসাপত্র দিয়েছিলেন। খড়িবাড়ি অনন্ত হিন্দি প্রাথমিক স্কুলে তিনি চাকরি করছেন। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “দুর্ভাগ্যজনক হলেও ওনার বিরুদ্ধে পুলিশে এফআইআর করার সিদ্ধান্ত হয়েছে।” অন্য দিকে, ২০০৯ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষার খাতা কলকাতায় পাঠানোর প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ উঠেছিল এ দিন তা নিয়েও প্রশ্ন ওঠে বোর্ড মিটিংয়ে। বোর্ডের সদস্য শঙ্কর মালাকার এবং পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ রুমা নাথ তা নিয়ে প্রশ্ন তুললে বোর্ডের অন্য সদস্যদের একাংশও সহমত পোষণ করেন। চেয়ারম্যান অবশ্য তাঁদের বোঝানোর চেষ্টা করেন বৈধ ভাবেই সমস্ত কিছু করা হয়েছে। কোথাও কোনও অনিয়ম হয়নি। পরীক্ষার ফলাফল বার হলেই তা পরিষ্কার হবে। প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা-সহ ১২ দফা বিভিন্ন দাবিতে এ দিন প্রাথমিক বিদ্যালয় সংসদে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।

জিটিএ-র প্রধান সচিব হলেন আর ডি মিনা
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর প্রধান সচিব হিসেবে সরকারের পাঠানো তালিকা থেকে রামদাসী মিনাকে মনোনীত করলেন জিটিএ চিফ বিমল গুরুঙ্গ। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “সরকারের পাঠানো চার জনের নাম থেকেই আর ডি মিনাকে মনোনীত করেন জিটিএ চিফ।” রাজ্য সরকারকে এ কথা জানিয়েও দেওয়া হয়েছে। ফলে, প্রায় তিন মাস ধরে যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মোর্চার ‘বিরোধ’ চলছিল তা আপাতত শেষ হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে জিটিএ চালাতে সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার উপরে জোর দিতে হবে। আর ডি মিনা ভুমি দফতরের কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। শীঘ্রই তিনি জিটিএ-এর প্রধান সচিব পদে যোগ দেবেন। ওই দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন। তাঁকে সরিয়ে ‘সিনিয়র’ আইএএসকে ওই পদে নিয়োগের দাবিতেই মোর্চার সঙ্গে সরকারের মতবিরোধ হয়।

পুরনো খবর:

বিদেশিনীকে ধর্ষণ বাগডোগরায়, ধৃত ১
মার্কিন মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাটিগাড়া থানার বালাসন কলোনি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম দীনেশ বর্মন ওরফে শালু। দীনেশ ওই মহিলার পূর্ব পরিচিত। তার বাড়ি বালাসন কলোনিতেই। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। স্বেচ্ছাসেবী সংস্থায় কাজের সূত্রে বছর দুয়েক আগে ওই মহিলা শিলিগুড়িতে আসেন। মহিলার অভিযোগ, গত ৫ এপ্রিল বাগডোগরার একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে দীনেশ।

আদালতে আর্জি জানাবেন গৌতম
বাম আমলে খুন, অপহরণ এবং ধর্ষণ-সহ নানা অপরাধে জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে আদালতে আর্জি জানাবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার মহাকরণে তিনি বলেন, “শিলিগুড়ির উদয় চক্রবর্তী, দিবাকর মণ্ডল, সনু সিংহ প্যাটেল, এবং শিবু পাসোয়ান-সহ বেশ কয়েকজন খুন হন। ভক্তিনগরে অপহরণ করে ধর্ষনের একটি মামলায় পুলিশ তদন্ত করে রিপোর্ট দেয়।” তিনি জানান সব ঘটনার সঠিক তদন্ত চেয়ে আদালতে যাওয়া হবে।

পুরনো খবর:
আদালতে হাজিরা
হিলকার্ট রোডে গণ্ডগোলে অভিযুক্ত ৫০ জন সিপিএম কর্মী বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে হাজিরা দিলেন। এসিজেএম মধুমিতা বসু ২৫ অগষ্ট ফের হাজির হওয়ার নির্দেশ দেন। অভিযুক্তদের আইনজীবী শুভাশিস সাহা জানান, বাকি অন্য এক অভিযুক্ত অন্য মামলায় জেলে বন্দি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.