লিও মেসিরা চার গোল হজম করে ফিরতি ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার আশা কার্যত ছেড়ে দিয়েছেন। চব্বিশ ঘণ্টা পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরাও চার গোল খেলেও কিন্তু ফিরতি লড়াইয়ে অলৌকিক কিছু ঘটিয়ে ওয়েম্বলিতে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী।
রোনাল্ডো থেকে পেপে। সের্জিও র্যামস থেকে ইগুয়াইন, সবার একযোগে মন্তব্য, “পৃথিবীতে যদি একটাও দল থাকে যাদের ১-৪ হারার পর ফিরতি ম্যাচ ৩-০ জিতে পরের ধাপে ওঠার ক্ষমতা আছে, সেটা হল আমরা — রিয়াল মাদ্রিদ।” কোচ মোরিনহোর দু’টো ভিন্ন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়ার নজির আছে। পোর্তো আর ইন্টার মিলানের পর এ বার রিয়াল মাদ্রিদকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করার স্বপ্ন এখনও দেখছেন তিনিও।“নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি ফুটবলে যে কোনও কিছু ঘটতে পারে। সামনের মঙ্গলবার ঘরের মাঠ বের্নাবৌতে আমাদের তিন গোলে জেতাটা খুব কঠিন কাজ ঠিকই। কিন্তু কোনও কিছুই যে অসম্ভব নয় সেটা আমার ফুটবলাররা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করবে,” বলেন তিনি।
শুধু বিজিত দল? বিজয়ী বরুসিয়া ডর্টমুন্ড গত রাতে প্রথম লেগ সেমিফাইনাল ৪-১ জেতার পরেও নিশ্চিত নয়, আগামী ২৫ মে ওয়েম্বলিতে ফাইনাল খেলবেই। জার্মান ক্লাবটির কোচ ক্লপ বলেছেন, “সেমিফাইনালের প্রথম দুটো অর্ধ আমরা জিতেছি। আরও দুটো অর্ধ এখনও বাকি আছে। সে জন্য এখনই ভাবছি না ফাইনালে উঠে গিয়েছি। ফিরতি ম্যাচে যদি ০-৩ হারি তা হলে আমরাই ছিটকে যাব।” |
ডর্টমুন্ডের বিভিবি স্ট্যাডিয়নে গত রাতে নিখাদ উচ্ছ্বসিত ছিলেন শুধু একজনই। তিনিলেওয়ানডস্কি ম্যাচের ৮, ৫০, ৫৫ আর ৬৬ মিনিটে (পেনাল্টি) একাই চার গোল করেন ভারানে-কোয়েন্ত্রাও-খেদেইরা-জাভি আলোন্সোদের চ্যালেঞ্জ চুরমার করে দিয়ে। রিয়াল গোলকিপার লোপেজ শেষের দিকে অসাধারণ ডাইভিং সেভ না করলে লেওয়ানডস্কি পাঁচ নম্বর গোলটাও পেয়ে যেতেন। রোনাল্ডো গত রাতে ১-১ করে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম ফুটবলার হিসেবে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। রাউল (৭১), মেসি (৫৯), নিস্তেলরুই (৫৬) অঁরি-র (৫০) পর। কিন্তু ম্যাচের মহানায়ক লেওয়ানডস্কি। “রিয়াল বুঝতেই পারেনি আমাদের কী ভাবে আটকাবে,” উচ্ছ্বসিত মন্তব্য তাঁর। সঙ্গে যোগ করেছেন, “এ রকম একটা ম্যাচ খেলতে পারার জন্য আমি স্বভাবতই প্রচণ্ড খুশি। তবে আমরা একটা ধাপ পেরিয়েছি। ফিরতি ম্যাচেও ভাল খেলতে হবে। কারণ আমরা ফাইনাল খেলতে চাই।” |