চার গোল দিয়েও নায়ক চিন্তায়
লিও মেসিরা চার গোল হজম করে ফিরতি ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার আশা কার্যত ছেড়ে দিয়েছেন। চব্বিশ ঘণ্টা পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরাও চার গোল খেলেও কিন্তু ফিরতি লড়াইয়ে অলৌকিক কিছু ঘটিয়ে ওয়েম্বলিতে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী।
রোনাল্ডো থেকে পেপে। সের্জিও র‌্যামস থেকে ইগুয়াইন, সবার একযোগে মন্তব্য, “পৃথিবীতে যদি একটাও দল থাকে যাদের ১-৪ হারার পর ফিরতি ম্যাচ ৩-০ জিতে পরের ধাপে ওঠার ক্ষমতা আছে, সেটা হল আমরা — রিয়াল মাদ্রিদ।” কোচ মোরিনহোর দু’টো ভিন্ন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়ার নজির আছে। পোর্তো আর ইন্টার মিলানের পর এ বার রিয়াল মাদ্রিদকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করার স্বপ্ন এখনও দেখছেন তিনিও।“নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি ফুটবলে যে কোনও কিছু ঘটতে পারে। সামনের মঙ্গলবার ঘরের মাঠ বের্নাবৌতে আমাদের তিন গোলে জেতাটা খুব কঠিন কাজ ঠিকই। কিন্তু কোনও কিছুই যে অসম্ভব নয় সেটা আমার ফুটবলাররা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করবে,” বলেন তিনি।
শুধু বিজিত দল? বিজয়ী বরুসিয়া ডর্টমুন্ড গত রাতে প্রথম লেগ সেমিফাইনাল ৪-১ জেতার পরেও নিশ্চিত নয়, আগামী ২৫ মে ওয়েম্বলিতে ফাইনাল খেলবেই। জার্মান ক্লাবটির কোচ ক্লপ বলেছেন, “সেমিফাইনালের প্রথম দুটো অর্ধ আমরা জিতেছি। আরও দুটো অর্ধ এখনও বাকি আছে। সে জন্য এখনই ভাবছি না ফাইনালে উঠে গিয়েছি। ফিরতি ম্যাচে যদি ০-৩ হারি তা হলে আমরাই ছিটকে যাব।”
লেওয়ানডস্কি: চার গোলের হুঙ্কার। ছবি: রয়টার্স
ডর্টমুন্ডের বিভিবি স্ট্যাডিয়নে গত রাতে নিখাদ উচ্ছ্বসিত ছিলেন শুধু একজনই। তিনিলেওয়ানডস্কি ম্যাচের ৮, ৫০, ৫৫ আর ৬৬ মিনিটে (পেনাল্টি) একাই চার গোল করেন ভারানে-কোয়েন্ত্রাও-খেদেইরা-জাভি আলোন্সোদের চ্যালেঞ্জ চুরমার করে দিয়ে। রিয়াল গোলকিপার লোপেজ শেষের দিকে অসাধারণ ডাইভিং সেভ না করলে লেওয়ানডস্কি পাঁচ নম্বর গোলটাও পেয়ে যেতেন। রোনাল্ডো গত রাতে ১-১ করে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম ফুটবলার হিসেবে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। রাউল (৭১), মেসি (৫৯), নিস্তেলরুই (৫৬) অঁরি-র (৫০) পর। কিন্তু ম্যাচের মহানায়ক লেওয়ানডস্কি। “রিয়াল বুঝতেই পারেনি আমাদের কী ভাবে আটকাবে,” উচ্ছ্বসিত মন্তব্য তাঁর। সঙ্গে যোগ করেছেন, “এ রকম একটা ম্যাচ খেলতে পারার জন্য আমি স্বভাবতই প্রচণ্ড খুশি। তবে আমরা একটা ধাপ পেরিয়েছি। ফিরতি ম্যাচেও ভাল খেলতে হবে। কারণ আমরা ফাইনাল খেলতে চাই।”
লেওয়ানডস্কি কে
চব্বিশ বছর বয়সি পোলিশ স্ট্রাইকার। জন্ম ওয়ারশ-এ। উচ্চতা ৬ ফুট। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবং পোল্যান্ড জাতীয় দলে জার্সি নম্বর ৭। ক্লাব ফুটবলে ১৩২ ম্যাচে ৭৪ গোল। দেশের হয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল। বাবা ক্রাইশ্চটফ পোল্যান্ডের জাতীয় জুডো চ্যাম্পিয়ন। মা ইওয়ানা প্রাক্তন জাতীয় ভলিবলার। প্রেমিকা আনা স্টাচুরস্কা ২০০৯ কারাটে বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ১০ গোল। আগে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২ গোল)। গ্রুপ লিগে ম্যাঞ্চেস্টার সিটি ফিরতি ম্যাচে ১৩ মিনিট খেলা ছাড়া বাকি ১০ ম্যাচেই পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন।
ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্টে প্রথম প্লেয়ার হিসেবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এক ম্যাচে চার গোল করার রেকর্ড করলেন বুধবার রাতে।
বরুসিয়ার সঙ্গে চার বছরের চুক্তির মেয়াদ ২০১৪-এ শেষ হবে। কিন্তু এখনই বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস তাঁকে নিতে ঝাঁপিয়েছে। বায়ার্ন চুক্তি হয়ে গিয়েছে বলেও দাবি করেছে।
চারের ধাক্কায়
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এই প্রথম দু’ম্যাচেই বিজিত দল চার গোল হজম করল।
টুর্নামেন্টের ইতিহাসে দশম প্লেয়ার হিসেবে লেওয়ানডস্কির এক ম্যাচে চার গোল করলেন। মেসির একমাত্র এই কৃতিত্ব দু’বার আছে।
রিয়াল কোচ হোসে মোরিনহোর চ্যাম্পিয়ন্স লিগে ১০৬ ম্যাচে বৃহত্তম হার।
চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে মাত্র একবারই ১-৪ হেরে কোনও দল ফিরতি ম্যাচ ৪-০ জিতেছে। ২০০৪-এ এসি মিলানের বিরুদ্ধে দেপোর্তিভো।
ইউরোপিয়ান টুর্নামেন্টে দুই জার্মান ক্লাবের ফাইনাল একবারই হয়েছে। ১৯৮০ উয়েফা কাপ ফাইনাল ফ্রাঙ্কফুর্ট বনাম ময়েনচেনগ্ল্যাডবাচ।


পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.