পঞ্চায়েত ভোট নিয়ে মামলা চললেও পুর নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন আপাতত গাঁধীগিরির পথ ছাড়ছে না। তারা চিঠির পর চিঠি দিলেও রাজ্য সরকার জবাব দেয়নি। অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার কমিশনের সঙ্গে নির্ধারিত বৈঠকেও যাননি রাজ্যের পুরসচিব বিপি গোপালিকা। এই অবস্থায় ১৩টি পুরসভার ভোটের দিন ঠিক করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বুধবার ফের চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে।
বোর্ডের মেয়াদ শেষ হয়ে আসায় হাবরা, দুবরাজপুর, ডালখোলা, মেদিনীপুর, গুসকরা, বালুরঘাট, হলদিয়া, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, চাকদহ, পানিহাটি, ডায়মন্ড হারবার ও বর্ধমান পুরসভায় অবিলম্বে ভোট হওয়ার কথা। ওই ১৩টি পুরসভার নির্বাচনের দিন ঠিক করা নিয়ে কমিশন রাজ্যকে প্রথম চিঠি দিয়েছিল মার্চে। জবাব না-পেয়ে তার পরেও কয়েক বার চিঠি লিখেছে কমিশন। সেই থেকে এ-পর্যন্ত এই বিষয়ে আনুপূর্বিক ঘটনা পরম্পরার কথাও এ দিন মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জানিয়েছেন মীরাদেবী। এই বিষয়ে আলোচনার জন্য গত ২২ এপ্রিল রাজ্য নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল পুরসচিবের। সে-দিন শেষ মুহূর্তে ফ্যাক্সবার্তা পাঠিয়ে পুরসচিব জানিয়ে দেন, অসুস্থতার জন্য তিনি বৈঠকে যেতে পারছেন না। মুখ্যসচিবকে লেখা চিঠিতে তা-ও জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তিনি লিখেছেন, কমিশনের আশা ছিল, পুরসচিব তার পরে যোগাযোগ করবেন। কিন্তু তিনি তা করেননি। তাই ফের চিঠি।
রাজ্য নির্বাচন কমিশনার এ দিনের চিঠিতে জানিয়েছেন, ১৫ জুলাইয়ের আগেই ওই ১৩টি পুরসভার ভোট হওয়া জরুরি। কারণ ওই সময়ের মধ্যে বেশির ভাগ পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেটা মাথায় রেখেই কমিশন মার্চে সরকারকে চিঠি দিয়ে নির্বাচনের দিন ঠিক করতে অনুরোধ করেল। তার পরেও এই ব্যাপারে তিনটি চিঠি দেয় কমিশন। কিন্তু রাজ্য সরকার কোনও উত্তর দেয়নি। তাই পরিস্থিতি বিচার করে জুলাইয়ের প্রথম সপ্তাহের কোনও এক দিন ওই ১৩টি পুরসভার নির্বাচন সেরে ফেলার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন মীরাদেবী।
কমিশন সূত্রের খবর, ১৩টি পুরসভার মধ্যে সাতটির ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের প্রয়োজন নেই বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ছ’টি পুরসভার মধ্যে দু’টিতে ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের কাজ হয়ে গিয়েছে। বাকি চারটির মধ্যে মেদিনীপুর পুরসভা জানিয়েছে, তারা এত অল্প সময়ের মধ্যে সীমানা পুনর্বিন্যাসের কাজ করতে পারবে না। তিনটি পুরসভায় সীমানা পুনর্বিন্যাসের কাজ চলছে। সরকার রাজি থাকলে মেদিনীপুর পুরসভায় সীমানা পুনর্বিন্যাস না-করেই ভোট করতে প্রস্তুত কমিশন। তবে সরকারের সিদ্ধান্ত লিখিত ভাবে জানাতে হবে। কমিশন সরকারকে জানিয়েছে, ওই সব পুরসভার সংরক্ষণের কাজটিও তারা যথাসময়ে সেরে রাখবে। যাতে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওই সব পুরসভায় নির্বাচন সেরে ফেলা যায়।
কমিশনের আগের চিঠিগুলির জবাব দেয়নি সরকার। মীরাদেবী এ দিন যে-চিঠি লিখেছেন, সেটির ব্যাপারে রাজ্যের অবস্থানের কথা এ দিন জানা যায়নি। তবে পুর দফতর সূত্রের জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের সঙ্গে সরকারের যে-আইনি লড়াই চলছে, তার ফয়সালা হওয়ার আগে পুরভোটের বিষয়েও কোনও সিদ্ধান্ত নেবে না রাজ্য। |