টুকরো খবর
ফের জেল হেফাজতে গোবিন্দ রায়
আলু কেলেঙ্কারিতে জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের ফের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার আলিপুরদুয়ারের মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য গোবিন্দবাবুর জামিন নাচক করে এই নির্দেশ দেন। ২৬ মার্চ গোবিন্দবাবু আলিপুরদুয়ার মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। সরকারি আইনজীবী মহম্মদ রফি জানান, বিচারক গোবিন্দবাবুকে ৭ মে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন। ২০১০ সালে আলুর অতিরিক্ত ফলনে সরকারি মূল্যে চাষিদের থেকে আলু কেনার সিদ্ধান্ত নেয় অত্যাবশকীয় পণ্য সরবরাহকারী দফতর। জলপাইগুড়ি জেলার নবদিগন্ত সমবায়কে আলু কেনার নির্দেশ দেওয়া হয়। সমবায়ের চেয়ারম্যান ছিলেন সবিতা রায়। স্বামী গোবিন্দবাবু সেই সময় জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। তিনি নবদিগন্ত সমবায়কে কয়েক লক্ষ টাকা ঋণ পাইয়ে দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কৃষকদের থেকে আলু না কিনে ভুয়ো মাস্টাররোল করা হয় বলে অভিযোগ। প্রতারণা ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে গত বছর মার্চ মাসে আলিপুরদুয়ার থানায় অভিযোগ করেন ফরওয়ার্ড ব্লক কর্মী অলোক রায়। তার পর গোবিন্দবাবু ও তাঁর স্ত্রী পালিয়ে যান। পরে সবিতাদেবী আত্মসমর্পণ করে জামিন পান।

পুরনো খবর:

পুর-বৈঠক নিয়ে প্রশ্ন তৃণমূলের
একক ভাবে বোর্ড তৈরি করার পর মঙ্গলবার প্রথম মেয়র পারিষদ বৈঠক করলেন মেয়র সহ অন্যান্য মেয়র পারিষদরা। বাজেট নিয়ে বির্তকের জেরে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী রোজকার খরচ ছাড়া কাজ করতে পারবে না পুরসভা। তাই কোন নতুন পরিকল্পনা ছাড়াই বৈঠক সারতে হল মেয়র পারিষদদের। এই অবস্থায় পুরসভা সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। নতুন করে পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবে না পুরসভা। বাজেট পাস না হওয়ায় কাজ করার ক্ষমতা খর্ব করেছে রাজ্যের তরফে আসা নির্দেশিকা। মানুষকে প্রয়োজনীয় পরিষেবাটুকু দিতেই তাঁরা আলোচনা করেন এই বৈঠকে। কিন্তু নতুন কোন পরিকল্পনা নেই, কোন কাজ নেই এই পরিস্থিতিতে শহরের উন্নয়ন থমকে যাওয়ার মুখে। রাজনীতির লড়াইয়ে ক্ষতির মুখে শহরবাসী এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে মেয়র পারিষদ বৈঠকের আগে কোনও আলোচনা করা হয়নি বরো চেয়ারম্যানদের সঙ্গে। তাই কী কাজ করতে হবে, কী চাহিদা রয়েছে ওয়ার্ডগুলিতে, তা না জেনেই মেয়র পারিষদেরা বৈঠক করেছে বলে অভিযোগ করেন ৩ নম্বর বরো চেয়ারম্যান নিখিল সাহানি। আগে জোটের বোর্ড থাকার সময় বরো চেয়ারম্যানদের কাছে ওয়ার্ডের বিষয় জানতে চাওয়া হত বলে জানান তিনি। কিন্তু এ কথা মানতে নারাজ বর্তমান মেয়র পারিষদরা। তাঁদের দাবি। জোটের বোর্ডের বরো চেয়ারম্যানদের থেকে কিছু জানতে চাওয়া হত না।

জলের পাইপ লাইন সাফ করাল পুরসভা
শিলিগুড়ির প্রমোদনগর কলোনিতে পুরসভার ট্যাপকল থেকে ব্যাঙাচি বার হওয়ার পর পানীয় জলের পাইপ লাইন সাফ করালেন পুর কর্তৃপক্ষ। ওই সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত অন্য সংযোগ ব্যবস্থাগুলি সিল করে দেওয়া হয়েছে। জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রমোদনগর এলাকার জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে কয়েকটি পাইপ লাইনের সংযোগ রয়েছে। সমস্যা মেটাতে ওই সমস্ত লাইনগুলির সংযোগ সিল করে দেওয়া হয়েছে। বাস্তুকারদের আশা বুধবার সকালে ঠিক মতো পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। বাসিন্দারা অবশ্য এখনও পুরসভার সরবরাহ করা পানীয়জল খেতে ভরসা পাচ্ছেন না। রবিবার পুরসভায় সমস্যা কথা জানানোর পর জল সরবরাহ বিভাগে মেয়র পারিষদ পম্পা দাস বিষয়টিতে গুরুত্ব দিতে চাননি বলে অভিযোগ। বিস্তারিত না জেনে একটি কলে ব্যাঙাচি বেরোয় বলে তিনি জানান। পরে বাসিন্দারা জানান, মেয়র পারিষদের বক্তব্য ঠিক নয়। এলাকায় রাস্তার ধারে পুরসভার ৩টি ট্যাপকল রয়েছে। সব কটি দিয়েই ব্যাঙাচি বার হচ্ছে। এলাকার যে ৫টি বাড়িতে জলের সংযোগ রয়েছে তা থেকেও ব্যাঙাচি বেরোচ্ছে। জেনে বুঝেই মেয়র পারিষদ বিষয়টিকে লঘু করে দেখার চেষ্টা করেন বলে একাংশ প্রশ্ন তোলেন। পম্পা দাস বলেন, “একটি কল দিয়ে পড়ছে বলে প্রথম জেনেছিলাম। পরে বাসিন্দারা সবকটি কল দিয়ে ব্যাঙাচি বার হওয়ার কথা বললে খতিয়ে দেখা হয়।” এলাকার বরো কমিটির চেয়ারম্যান নিখিল সাহানি জানান, ব্যাঙাচি বার হওয়ার পর নানা জায়গায় পাইপলাইন বদলে দিয়েছেন বাস্তুকাররা। তবু বাসিন্দাদের জল ফুটিয়ে খেতে বলা হয়েছে।

দায়িত্ব নিয়েই কঠোর নতুন কমিশনার
কালিয়াপ্পন জয়রামন। —নিজস্ব চিত্র।
থানায় গিয়ে মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হল তা গুরুত্ব সহকারে দেখার জন্য কর্মীদের সতর্ক করলেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন। মঙ্গলবার মাল্লাগুড়িতে কমিশনারেটের অফিসে প্রাক্তন কমিশনার আনন্দ কুমারের থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। তার পর কমিশনারেটের অফিসারদের নিয়ে বৈঠকে বসেন। পুলিশ সূত্রের খবর, বৈঠক নতুন কমিশনার সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন তা দেখার নির্দেশ দেন। গত ১০ এপ্রিল শিলিগুড়ির হিলকার্ট রোডে সিপিএম-তৃণমূল গণ্ডগোলের জেরে পর রাজ্য সরকার আনন্দ কুমারকে সরিয়ে ভার দেন কারলিয়াপ্পন জয়রামনকে। ২০০২ সালে জয়রমান শিলিগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। তিনি এ দিন বলেন, “পরিকাঠামোগত সমস্যাগুলি সমাধানের চেষ্টা হবে।”

সারদা ঘনিষ্ঠ নেতাদের ধরার দাবি
সারদা গোষ্ঠীর সঙ্গে যে নেতাদের ঘনিষ্ঠতার প্রমাণ মিলবে তাঁদের সঙ্গে তাঁদের গ্রেফতারের দাবি জানাল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে ওই দাবি তোলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি বলেন, “সারদা গোষ্ঠী সহ কয়েকটি বেসরকারি ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার সঙ্গে নেতাদের কয়েকজনের যোগাযোগের কথা শোনা যাচ্ছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে প্রমাণ মিললে গ্রেফতার করতে হবে।” পাশাপাশি, দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে হেনস্থার ঘটনার প্রসঙ্গে বামেদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই অবস্থায় বিজেপি ‘বাংলা বাঁচাও’ কমর্সূচিতে নিয়েছে বলে তিনি জানান। ২৮ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি রাজ্য জুড়ে চলবে।

ভেঙে পড়ল সেতু
ছবি: লেখক
একটি ইট বোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দইখাতা-ওখরাবাড়ি গ্রামে। সুই নদীর উপর ওই সেতুটি ভেঙে পড়ায় বিপাকে দক্ষিণ বেরুবাড়ি এলাকায় নদীর ও পারে বসবাসকারী ৭টি গ্রামের বাসিন্দা ও সীমান্তবর্তী ৩টি বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা। ১৯৯০ সালে ১০ লক্ষ টাকায় সেতুটি তৈরি করে হলদিবাড়ি নিয়ন্ত্রিত বাজার সমিতি। সেতুটির উদ্বোধন করেছিলেন বামফ্রন্ট সরকারের তৎকালীন খাদ্যমন্ত্রী কলিমুদ্দিন সামস।

টয় ট্রেনের প্রদর্শনী
দার্জিলিং টয়ট্রেনের ইতিহাস নিয়ে শুরু হয়েছে দু’দিনের প্রদর্শনী। মঙ্গলবার কাশির্য়াঙে শুরু প্রদর্শনীতে টয় ট্রেনের ১০০ ছবি, নানা তথ্য আছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্মচারী সংগঠন -এর উদ্যোগে এই প্রদর্শনী হচ্ছে। টয় ট্রেনের পরিচিতি বাড়িয়ে তুলতেই এ উদ্যোগ বলে রেল সূত্রের খবর।

শিলিগুড়িতে পুরসভার ‘সার্ভার’ বিকল, ট্রেড লাইসেন্স বিলি বন্ধ
‘সার্ভার’ বসে যাওয়ার কারণে ট্রেড লাইসেন্স নবিকরণ ও নতুন লাইসেন্স তৈরির কাজ বন্ধ শিলিগুড়ি পুরসভায়। বেশ কিছুদিন থেকে পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের কাজ বন্ধ। পুরসভা সূত্রের খবর, আজ, বুধবার মেশিন ঠিক হওয়ার কথা। বৃহস্পতিবার থেকে কাজ ঠিক ভাবে চলবে বলে আশাবাদী বিভাগীয় মেয়র পারিষদ দেবশঙ্কর সাহা। তিনি বলেন, “ই-সিস্টেম চালু হওয়ার সময় কাজটি কলকাতার এক এজেন্সিকে দেওয়া হয়। ওই সংস্থাকে দিয়ে ছাড়া কাজ করানো যাবে না।’’

শিশুধর্ষণের অভিযোগ
তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। সোমবার বিকেলে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি ফাঁড়ি এলাকার সাউথ কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশে অভিযোগ দায়ের হয় রাতে। অভিযুক্ত ত্রিভুবনকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে তাকে পালাতে সাহায্য করার জন্য মুজিলাল শাহ নামে এক জনকে আটক করে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.