|
|
|
|
তছরুপে অভিযুক্ত প্রাক্তন ফব বিধায়ক |
জামিনের আবেদন খারিজ হয়নি, দাবি |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় ফেরার নন বলে দাবি করল ফরওয়ার্ড ব্লক। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, গোবিন্দবাবুর জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে খারিজ হওয়ার বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও ফরওয়ার্ড ব্লকের তরফে দাবি করা হয়েছে।
কিন্তু, গোবিন্দবাবু কোথায় রয়েছেন, সেই ব্যাপারে ফরওয়ার্ড ব্লকের নেতারা স্পষ্ট উত্তর দিতে চাননি। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য উদয়ন গুহ বলেন, “গোবিন্দ রায় মোটেও ফেরার কিংবা পলাতক নন। তাঁর সঙ্গে আমাদের নিয়মিত টেলিফোনে যোগাযোগ রয়েছে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হলেই তিনি অপরাধী হয়ে যাবেন না। তিনি আইনের আশ্রয় নিয়েছেন। আদালতেই সব সত্যতা প্রমাণ হবে। কলকাতা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন করা হয়েছে। চলতি মাসেই সেই আবেদনের শুনানি হবে। সুতরাং তিনি ফেরার বা পলাতক কোনটাই নন।” গোবিন্দ বাবু কোথায় রয়েছেন? উত্তরে উদয়ন বাবু বলেন, “তিনি কোথায় রয়েছেন, সেটা বড় কথা নয়। তিনি আপাতত আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। পুলিশের একটি সূত্রে গোবিন্দবাবুর আগাম জামিনের আবেদন প্রথম দিনের শুনানিতে মঞ্জুর হয়নি বলে দাবি করা হয়। কিন্তু, গোবিন্দবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্টে গোবিন্দবাবুর আইনজীবী আগাম জামিনের আবেদন করলেও সেদিন পুরো শুনানি হয়নি। আগামী ১৯ নভেম্বর হাইকোর্টে ফের মামলার শুনানি হবে। সেই কারমে আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে বলাটা অযৌক্তিক বলে গোবিন্দবাবুর পরিবারের দাবি। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “গোবিন্দ রায় ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে মামলা হয়েছে। সেই মামলায় ওঁদের গ্রেফতারের চেষ্টা চলছে।” দলেরই এক জেলা সম্পাদকমণ্ডলীর দায়ের করা সরকারি আলু কেনার টাকা তছরুপ করার অভিযোগের ভিত্তিতে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করে। গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে আগাম জামিন নিতে কলকাতায় যান গোবিন্দবাবু এবং তাঁর স্ত্রী। এদিন গোবিন্দবাবুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দেখা যায় সেটি বন্ধ রয়েছে। |
|
|
|
|
|