দুই লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে এক ব্যাঙ্কের ক্যাশিয়ারকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের রতুয়ার দেবীপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় শুক্রবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানায়। ধৃতের নাম সঞ্জয় সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। কর্মসূত্রে দেবীপুরে ভাড়া বাড়িতে থাকেন। গত বুধবার তিনি দুই লক্ষ দুই হাজার টাকার হিসাব মেলাতে পারেননি। হইচই হতেই তিনি শৌচাগারে যান। সেখানে কাগজ ফেলার বাক্স থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষই ৭৫ হাজার টাকা উদ্ধার করেন বলে অভিযোগ। বাকি টাকার হদিস না মেলায় ব্যাঙ্ক পুলিশে অভিযোগ জানায়। ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। অভিযুক্ত সঞ্জয়বাবু বলেন, “টাকার হিসাব না মেলায় ম্যানেজারকে জানিয়েছিলাম। কী ভাবে টাকা বাইরে গেল জানি না।”
|
দাদার জন্মদিনের ভোজে কোতোয়ালিতে মন্ত্রী ডালু |
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পরে মালদহে পা দিয়ে অভ্যর্থনায় ভেসে গেলেন আবু হাসেম খান চৌধুরী। শুক্রবার ভোরে তিনি গৌড় এক্সপ্রেসে মালদহে পৌঁছন। ট্রেন থেকে নামতেই ডালুবাবুকে ঘিরে ধরেন কংগ্রেস কর্মী-সমর্থকরা উন্মাদনায় ভেসে যায়। মালদহ টাউন থেকে কোতোয়ালি পযর্ন্ত রাস্তার দুই ধারে কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ও মহিলারা শাঁখ বাড়িয়ে উলুধ্বনি দিয়ে ফুল ছিটিয়ে ডালুবাবুকে স্বাগত জানায়। এ দিন গনিখান চৌধুরীর ৮৬ তম জন্মদিনের পরের দিন কোতোয়ালি সেজে উঠেছে। কোতোয়ালিতে ঢোকার আগেই দাদা গনিখান চৌধুরির সমাধিতে ফুলের চাদর চড়ান আবু হাসেম খান চৌধুরী। এর পরে বাড়িতে ঢোকেন।
|
কর্তব্যে গাফিলতি, আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ভোটার তালিকা সংশোধনের কাজে দায়িত্বপ্রাপ্ত এক ‘ডেজিগনেটেড অফিসারকে’ (ডিও) শোকজ করল প্রশাসন। শুক্রবার তুফানগঞ্জ-১ ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ৮/১০২ নম্বর বুথের দায়িত্বে থাকা ওই ডিও প্রদীপকুমার নন্দীকে শোকজের চিঠি দেন স্থানীয় বিডিও তথা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তাপস সিংহ রায়। প্রদীপবাবু মারুগঞ্জের মরাডাঙা ফোর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযুক্ত ডিও বলেন, “বৃহস্পতিবার বেতন তুলতে ব্যাঙ্কে গিয়েছিলাম। সেখানে দেরি হয়েছে। তাই নির্দিষ্ট সময়ে কাজ করা যায়নি। আপত্তিকর মন্তবের অভিযোগ ঠিক নয়। শোকজের উত্তর পাঠিয়ে দেব।”
|
ছোট ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার ইংরেজবাজার থানার শোভানগরে। পুলিশ জানিয়েছে, মৃত মোটর বাইক আরোহীদের নাম শেখ মিনু (৩৬) এবং শেখ জয়নাল (৩৪)। দুইজনের বাড়ি ইংরেজবাজারের চণ্ডীপুরে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা স্থানীয় একটি মদের দোকানে আগুন ধরিয়ে দেয়। এলাকায় রাস্তা অবরোধও করা হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দমকল এসে আগুন নেভায়। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “দুর্ঘটনার মৃত্যুর পর উত্তেজিত জনতা একটি মদের দোকানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকের চালক ও খালাসিকে খোঁজে তল্লাশি চলছে। বাহারাল থেকে তাঁরা চণ্ডীপুর যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকে ধাক্কা মারে।”
|
মেধা তালিকা না-মেনে স্নাতকোত্তর পর্যায়ের এডুকেশন বিভাগে ছাত্রীকে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পুজোর আগে ঘটনাটি ঘটে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী বলেন, “মেধা তালিকা না মেনে এডুকেশন বিভাগে এক ছাত্রীকে ভর্তি করা হয়েছে বলে একটি ছাত্র সংগঠন অভিযোগ করেছে। আমি সেই অভিযোগ উপার্চাযের কাছে পাঠিয়ে দিয়েছি।” এসএফআইয়ের জেলা সম্পাদক অভিজিৎ দে বলেন, “ওই ছাত্রীর ভর্তি বাতিলের দাবিতে যত দূর যেতে হয় যাব।” পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতি সদস্য দুলাল ঘোষ বলেন, “যে ভাবে কম নম্বর প্রাপককে ভর্তি করা হয়েছে, তা সম্পূর্ণ অনৈতিক, বিধি বিরোধী। আমরা কর্মসমিতির বৈঠকে জানতে চাইব কী ভাবে মেধা তালিকায় বেশি নম্বর প্রাপকদের বঞ্চিত করে ওই ছাত্রীকে ভর্তি করা হয়েছে।” এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অচিন্ত্য বিশ্বাস বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না।” বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের প্রধান শ্যামসুন্দর বৈরাগ্য বলেন, উপাচার্যের নির্দেশ ও সুপারিশে ওই ছাত্রীকে ভর্তি করানো হয়েছে। মেধা তালিকায় নিচের দিকে থাকলেও ওই ছাত্রীটি ভর্তি হওয়ার জন্য বিশেষ অনুমতি দেওয়ার আর্জি জানান। |