টুকরো খবর
প্রতিবন্ধীদের জন্য লোক আদালত
প্রতিবন্ধীদের জন্য বসিরহাটে লোক আদালত বসেছিল রবিবার। ইন্দিরা আবাস যোজনায় ঘর, বিপিএম তালিকায় নাম, প্রতিবন্ধী শংসাপত্র এবং ভাতা পাওয়ার জন্য ওই দিন ৩০৮ জন প্রতিবন্ধী নাম নথিভুক্ত করেন। পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এবং উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা এবং বসিরহাট মহকুমা আইনি কমিটির সহযোগিতায় উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত পাঁচজন বিচারক ওই লোক আদালতে উপস্থিত ছিলেন। আদালতের মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকারের বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরতে এমন লোক আদালতের আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়।

গরমে জলের সঙ্কটে পড়ুয়ারা
স্কুল চত্বরের মধ্যে পানীয় জলের কলটি বিকল হয়ে পড়ায় অসুবিধার মধ্যে পড়েছে ছাত্রছাত্রী ও শিক্ষকরা। অথচ বার বার প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। বসিরহাটের বেঁকীরহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অবিলম্বে ওই কলটি মেরামতির জন্যে বসিরহাট মহকুমা শাসক-সহ সংশ্লিষ্ট দফতরের দ্বারস্থ হয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক ভুবনেশ্বর মণ্ডল। তিনি বলেন, “গরমের মধ্যে পানীয় জলের অভাবে ছোট ছোট ছেলেমেয়েরা চরম অসুবিধার মধ্যে পড়ছে। মিড-ডে-মিলে রান্নার অসুবিধা হচ্ছে। অপরিচ্ছন্ন থাকছে শৌচাগার।” বসিরহাটের মহকুমা শাসক শ্যামল মণ্ডল বলেন, “সংশ্লিষ্ট পিএইচই দফতরকে বলে যত দ্রুত সম্ভব কলটি মেরামতের চেষ্টা হচ্ছে।”

জালিয়াতির নালিশ গ্রেফতার ব্যবসায়ী
নামী কোম্পানির প্রসাধনী নকল করে বাজারে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল জেলা এনফোর্সমেন্ট শাখার পুলিশ। সোমবার বিকেলে বসিরহাট পুরাতন বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে বসিরহাট এসিজেএম আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সভ্যজিত দাস ওরফে শুভ। বেশ কিছুদিন ধরেই কয়েকটি নামী কোম্পানির কাছে অভিযোগ করা হচ্ছিল যে তাদের জিনিস নকল করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সভ্যজিতের দোকানে তল্লাশি চালালে উদ্ধার হয় নকল সাবান, বডি স্প্রে ইত্যাদি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুরসভায় বিক্ষোভ
বেহাল নিকাশি, শ্মশান, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি-সহ চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার কংগ্রেস পরিচালিত বাদুড়িয়া পুরসভায় বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ চলে। পরে পুরপ্রধান দাবিগুলি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

কৃষি শিবির দেগঙ্গায়
চাষে লাভের পরিমাণ বাড়ানো নিয়ে কৃষকদের সুলুকসন্ধান দিলেন কৃষি আধিকারিকরা। সোমবার দেগঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় দক্ষিণ কলসুর জুনিয়র বেসিক স্কুলের মাঠে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লকের কৃষি উন্নয়ন অধিকর্তা দীপক বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান কুমকুম মণ্ডল, কৃষি প্রযুক্তি সহায়ক কাঞ্চন ঘোষাল, স্বপন রায়, মনিরুজ্জামান প্রমুখ। ওই অনুষ্ঠানে সরকারি সহায়তা প্রকল্পে ১১ জন কৃষকের হাতে ধানঝাড়া মেশিন, ডেলিভারি পাইপ, স্প্রে মেশিন এবং কোদাল তুলে দেওয়া হয়।

দুর্ঘটনায় মৃত শিশু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে জীবনতলার গোবিন্দনগরে। পুলিশ জানিয়েছে, মৃতের শিশুটির নাম সাহিল শেখ(৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সাহিল যখন তার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিল তখন জীবনতলার দিক থেকে আসা একটি ইট বোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

জমা পড়েনি ‘জগ’ কাণ্ডের চার্জশিট
বছর পেরিয়ে গেল। অথচ ভাঙড় কলেজে শিক্ষিকাকে জগ ছোড়ার ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামের মামলার চার্জশিট এখনও জমা দিতে পারল না পুলিশ। গত বছর এপ্রিল মাসে ওয়েবকুটা নির্বাচনে কলেজের প্রতিনিধি মনোনয়ন নিয়ে শিক্ষিকাদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড় কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। বচসার সময় দেবযানী দে নামে এক শিক্ষিকাকে জগ ছুড়ে মারেন বলে আরাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আরাবুলও পাল্টা মামলা দায়ের করেন ওই শিক্ষিকাদের বিরুদ্ধে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলায় বিভিন্ন সময় একাধিক সাক্ষী গরহাজির থাকছেন। সেই কারণে চার্জশিট জমা দেওয়া যায়নি। তদন্তকারী অফিসাররা জানান, ওই দিন ঘটনার সময় শিক্ষক ও অশিক্ষক কর্মচারী মিলিয়ে ৬৭ জন উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাকিদের একাধিক বার নোটিস দেওয়া হলেও সাক্ষীরা হাজির হননি। ফলে চার্জশিট জমা দেওয়া যায়নি। ফের ওই সাক্ষীদের হাজির হওয়ার জন্য নোটিস জারি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.