বাংলাদেশি দুষ্কৃতীদের বাড়িতে আশ্রয় দেওয়া এবং তাদের সঙ্গে নিয়ে ডাকাতি করবার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। গোপালনগর থানার পুলিশ স্থানীয় চৌবেড়িয়া এলাকা থেকে শনিবার ভোরে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতদের নাম অনিমেষ সরকার, প্রদীপ বিশ্বাস এবং সুখেন বিশ্বাস। বাড়ি ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ এপ্রিল চৌবেড়িয়া এলাকার তিনটি বাড়িতে চড়াও হয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে টাকা ও গহনা লুঠ করে। ওই ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার সঙ্গে ধৃত তিনজনের পাশাপাশি কিছু বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত।
পুলিশের দাবি, শুধু চৌবেড়িয়াতেই নয়, হাবরা ও চাকদহ এলাকাতেও এই দলটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, কল্যাণীর বাসিন্দা এক ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে বাংলাদেশের ঢাকা ও সাতক্ষীরা থেকে দুষ্কৃতীদের এখানে নিয়ে আসে। প্রদীপ ও সুখেনের বাড়িতে ওই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল। অনিমেষের গাড়ি করে ডাকাতি করত তারা। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
|
দোকানে চা খাওয়ার সময়ে এক যুবককে গুলি করে খুনের চেষ্টা করল দুই দুষ্কৃতী। রবিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারের লক্ষ্মীপুর গ্রামের ঘটনা। সেলিমউদ্দিন মোল্লা নামে ওই যুবককে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরে ওই যুবককে খুনের চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা, পেশায় দিনমজুর ওই যুবক লক্ষ্মীপুর গ্রামে দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময়ে পূর্ব দুর্গাপুর গ্রামের আমাদুল্লা লস্কর ও ছোট্টু মোল্লা সেখানে এসে সেলিমউদ্দিনকে লক্ষ করে গুলি চালিয়ে চম্পট দেয়। আহতের ভাই সাবির আলি মোল্লা দাদাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা এলাকায় নানা অপরাধমূলক কাজে যুক্ত বলে অভিযোগ।
|
বাসন্তীর সরবেড়িয়া থেকে এক ভুঁইফোঁড় আর্থিক সংস্থার কর্তাকে শনিবার গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। সংস্থার নাম জীবনদীপ অ্যাগ্রো ইন্ডিয়া লিমিটেড। পুলিশ জানিয়েছে, ধৃত নিতাই মণ্ডল ওই সংস্থার ‘ডিরেক্টর’। পুলিশ জানিয়েছে, বাসন্তীর চড়াবিদ্যার বাসিন্দা নিতাই মণ্ডল ৭-৮ মাস আগে সরবেড়িয়ায় ওই সংস্থার অফিস খুলেছিল। ইতিমধ্যেই প্রায় ৬৮ লক্ষ টাকা তুলেছে ওই সংস্থা। কিন্তু নিদিষ্ট সময়ের পরে টাকা ফেরতে সমস্যা হওয়ায় বাসন্তী থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন আমপাড়ার বাসিন্দা তথা সংস্থার এজেন্ট সীতাংশু নস্কর। অভিযোগের ভিত্তিতে নিতাইবাবুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
|
শৌচাগার থেকে ঝুলন্ত এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। নাম অনিতা হেলা (৩০)। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা ধানতলার আড়ংঘাটা স্টেশনের শৌচাগারের রক্ষণাবেক্ষণ করতেন। থাকতেন স্টেশন চত্বরেই। সোমবার শৌচাগারে তাঁর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন রেল পুলিশকে। দেহটি উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। |