পুলিশ আবাসনে লাগাতার চুরি লেগেই ছিল। কিন্তু স্থানীয় থানায় বার বার আবেদন করেও ফল হয়নি। প্রহরা ‘বেড়েছে’ কিন্তু চুরি থামেনি। স্থানীয় আবাসিকেরাই তাই ‘কিশোর বাহিনী’ গড়ে প্রহরায় নেমেছে।
সোমবার সেই আবাসিকদের হাতেই ধরা পড়ল চোর। পুলিশ আবাসনের ভিতরে চুরি করার সময় হাতেনাতে চোর ধরলেন পুলিশ কর্মীদের আত্মীয় পরিজনেরা। মারধর করে তাকে তুলেও দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভও দেখান। |
মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই আবাসনের অনেকেই আমার কাছে এসেছিলেন। রাতে পাহারার ব্যবস্থাও করা হয়েছে।” আবাসিকদের অভিযোগ, “মাস খানেকের মধ্যে আমাদের হাউজিং থেকে ২৫টি সাইকেল চুরি হয়েছে। দু-জন আবাসিকের ঘরের ভিতর থেকেও কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও টাকা চুরি হয়েছে। রাতে ৩ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। কিন্তু চুরি থামেনি।” আবাসনের প্রৌঢ় বাসিন্দা নিত্যানন্দ বিশ্বাসের মেয়ে পেশায় কনস্টেবল। তিনি মেয়ের সঙ্গে ওই আবাসনে থাকেন। তিনি বলেন, “আমারও সাইকেল চুরি হয়েছে আবাসন থেকে। কিন্তু এফআইআর করিনি। করে কী হবে বলুন তো?” এক পুলিশ কর্মীর স্ত্রী রিজিয়া বিবি বলেন, “কি হবে থানায় এফ আই আর করে? কয়েকমাস আগে আমার একটি সাইকেল চুরি হয়। তার কোনও কিনারা আজও হয়নি।”
তবে পুলিশের উপরে আস্থা হারালেও পুলিশ কর্মীদের পরিজনদের গড়া ‘কিশোর বাহিনীই’ কিন্তু এ দিন হাতেনাতে ধরে ফেলল চোর। |