টুকরো খবর |
হেনস্থার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
প্রধানশিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। প্রধানশিক্ষক কার্তিকচন্দ্র মণ্ডল বলেন, ‘‘পরিচালন সমিতির সম্পাদক রেজাউল করিম মণ্ডল সহ আরও দু’জন আগের পরিচালন সমিতির রেজ্যুলেশনের কাগজপত্র দেখতে শুক্রবার আমার ঘরে আসেন। তাঁরা কাগজপত্র বাড়ি নিয়ে যেতে চাইলে আপত্তি জানাই। এতেই আমাকে গালিগালাজ ও মারধর করা হয়। বিষয়টি স্থানীয় থানা, জেলা স্কুল পরিদর্শক, জেলাশাসক ও শিক্ষামন্ত্রীকেও জানিয়েছি। ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাব বোধ করছি।’’ অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম মণ্ডল অবশ্য বলেন, ‘‘কাজের সুবিধার্থে আগেকার রেজ্যুলেশনের কাগজপত্র দেখতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছিলেন। বাড়ির কাজের জন্য তিনি ক’দিন স্কুলে আসতে পারবেন না বলে জানান। প্রধানশিক্ষক তাঁর নিজের দূর্বলতা ঢাকতে মিথ্যে অভিযোগ করছেন।’’ জেলার স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বিশ্বজিত্ বিশ্বাস বলেন, ‘‘প্রধানশিক্ষক আমাকে নালিশ জানিয়েছেন। পাশাপাশি থানাতেও উনি অভিযোগ জানিয়েছেন। পুলিশ বিষয়টি দেখছে।’’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
টাকা ফেরত চেয়ে মিছিল
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
টাকা ফেরতের দাবিতে নদিয়ার রানাঘাটে মিছিল করেন সারদা গোষ্ঠীর এজেন্টরা। সোমবার দুপুরের ওই মিছিলে কয়েকজন আমানতকারীও সামিল হয়েছিলেন। রানাঘাট, শান্তিপুর, গাংনাপুর সহ বিভিন্ন জায়গা থেকে এজেন্টরা মিছিল করে সারদা গোষ্ঠীর অফিসের সামনে জড়ো হন। মিছিলে অংশগ্রহনকারী তপন সরকার, অপর্না চক্রবর্তী, শুভঙ্কর সরকাররা বলেন, “আমরা লক্ষ লক্ষ টাকা তুলে কোম্পানীর ঘরে জমা দিলেও এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছি না।” তারা আরও বলেন, “কোম্পানীর বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের উপস্থিত থাকতে দেখে, তাদের কথা শুনেই আমরা টাকা জমা দিয়েছিলাম।” তাদের দাবি, পুলিশ যেন সারদার বিভিন্ন অফিসের উপর কড়া নজর রাখে। কারণ সেখান থেকে নথিপত্র চুরি গেলে আমাদের আর প্রমাণের অভাবে টাকা ফেরত পাওয়ার কোনও আশা থাকবে না।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। সোমবার দুপুরে গঙ্গা স্নান সেরে বহরমপুর থেকে বীরভূমের বাড়িতে ফেরার সময় কান্দির জীবন্তির মোড়ে বহরমপুর-সিউড়ি রাজ্য সড়কের ওই ঘটনায় ১৩ জন জখম হন। সকলের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরর ওলকোণ্ডায়। যাত্রী বোঝাই গাড়িটি পথের ধারে গাছে ধাক্কা মারলে ৮ বছরের এক বালিকার মৃত্যু হয়। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটি আটক হলেও চালক পলাতক।”
|
শান্তিপূর্ণ বনধ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
জোড়া খুনের প্রতিবাদে কংগ্রেসের ডাকা সোমবারের ডোমকল বনধ নির্বিঘ্নেই কাটল। তবে এ দিন মহকুমাশাসককে তাঁর দফতরে ঢুকতে বাধা দেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয়। যানবাহন চলাচল বন্ধ ছিল। খোলেনি স্কুল কলেজ ও দোকানপাট। ডোমকল ব্লক অফিসে হাজিরা ছিল ১৫ শতাংশ।। রানিনগর ১ ও ২ নম্বর ব্লক অফিসে হাজিরা ছিল ৫০ শতাংশের নীচে। মহকুমাশাসক প্রশান্ত অধিকারি বলেন, “মহকুমার কোথাও কোনও গণ্ডগোল হয়নি। যতটা সম্ভব কর্মীরা উপস্থিত হয়েছেন।”
|
প্রাচীর ভেঙে জখম
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রাচীর চাপা পড়ে জখম হয়েছেন এক যুবক। সোমবার সকালের ওই ঘটনায় রাজীব পাল নামে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সাধীন। দিনকয়েক আগে অসমের নওগাঁ থেকে কৃষ্ণনগরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা রাজীববাবু মত্স্য দফতরের প্রাচীরের পাশ দিয়ে হাঁটার সময় আচমকা তার উপর ভেঙে পড়ে প্রাচীরটি। মত্স্য দফতরের জেলা আধিকারিক সম্পদ মাজি বলেন, “ওই প্রাচীর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তার আগেই ভেঙে পড়ল।”
|
তিনটি দেহ মিলল গঙ্গায়
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
গঙ্গা থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় তিনজনের দেহ। সোমবার সকালে কল্যাণী ও বীজপুর সীমানা লাগোয়া চৈতন্যডোবা ঘাটের কাছে একটি শিশু-সহ তিন জনের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় বীজপুর থানায়। তিন জনই একই পরিবারের বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। সকালে স্নান করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন সাদা হাফ শার্ট ও ফুল প্যান্ট পরা বছর চল্লিশের এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। কিছুটা দূরেই ভাসতে দেখা যায় শাড়ি পরা বছর তিরিশের এক মহিলা ও ফ্রক পরা বছর চারেকের একটি শিশু দেহ। এটি আত্মহত্যার ঘটনা কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
|
বিদ্যুত্স্পৃষ্টের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। নাম স্বপন মাঝি (৪৮)। বাড়ি সালারের মালিহাটিতে। রাস্তায় থাকা তার জড়িয়ে যাওয়ায় তিনি মারা যান। অন্য দিকে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। নাম আশা দূর্লভ (২২)। বাড়ি কৃষ্ণনগরের মন্দিরপাড়ায়। সোমবার সকালে বাড়িতেই ঝুলে থাকা একটি বিদ্যুতের তারের স্পর্শেই ওই মহিলার মৃত্যু হয়।
|
জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে রবিবার গ্রেফতার করে পুলিশ। ধৃত জলিত শেখের বাড়ি নবদ্বীপের বাহিরচড়ায়। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে তেরো দিনের জেল হাজতের নির্দেশ দেন।
|
ধর্ষণের চেষ্টা, সাজা
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
২০০৭-এর একটি ধর্ষণের চেষ্টার অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড হল এক ব্যক্তির। সোমবার বহরমপুর আদালতের বিচারক ধৃত কাশেম শেখকে ওই সাজা দেন।
|
|