টুকরো খবর |
পঞ্চায়েত সদস্য ভাগবত ফের পুলিশ হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বিস্ফোরক-মামলায় অভিযুক্ত ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর পঞ্চায়েত সদস্য ভাগবত হাঁসদাকে আরও চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। চার দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ভাগবতবাবুকে আদালতে তোলা হয়েছিল। বিনপুর-১ ব্লকের আঁধারিয়া পঞ্চায়েতের সদস্য ভাগবতবাবুর বাড়ি রঘুনাথপুরে। গত বুধবার রাতে দহিজুড়ি থেকে ভাগবতবাবুকে গ্রেফতার করা হয়। গত বছর ২৮ জুন বিনপুরের কুশবনির জঙ্গল থেকে একটি মাইন উদ্ধার করেছিল পুলিশ। ওই পুরনো মামলাটিতে অভিযুক্ত করে বৃহস্পতিবার ভাগবতবাবুকে আদালতে হাজির করেছিল পুলিশ। ওই দিন অভিযুক্তের আইনজীবী কৌশিক সিংহ অভিযোগ করেন, ভাগবতবাবুকে লক-আপে শারীরিক ও মানসিক ভাবে নিগ্রহ করা হয়েছে। এরপর ভাগবতবাবুর স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত। এ দিন আদালতে মেডিক্যাল রিপোর্ট দাখিল করা হয়। সরকারি কৌঁসুলি কণিষ্ক বসু জানান, রিপোর্টে নিগ্রহের প্রমাণ পাওয়া যায়নি।
|
আদিবাসী মহিলার দেহ উদ্ধার মাটি খুঁড়ে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক আদিবাসী মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহটি পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে মৃত্যুর পাঁচ দিন পরে সোমবার মাটিতে পোঁতা থাকা মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠাল পুলিশ।পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানার কুলটিকরি অঞ্চলের নোয়াগাঁ গ্রামের ঘটনা। মৃতার নাম কিরণ সিংহ (৫০)। বাড়ি নোয়াগাঁ গ্রামেই। সোমবার দুই অভিযুক্ত কাশীনাথ মুর্মু ও সঞ্জয় টুডুকে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্ত দুর্গা মুর্মু পলাতক। এ দিন নোয়াগাঁ গ্রামের লাগোয়া কুশমি খালের কাছে যেখানে দেহটি পোঁতা ছিল, সেই জায়গাটি ধৃতদের নিয়ে গিয়ে পুলিশ চিহ্নিত করে ও পচাগলা মৃতদেহটি উদ্ধার করে। মাটির নিচে প্রায় পাঁচ ফুট গর্ত করে দড়ির খাটিয়া সমেত মৃতদেহটি পোঁতা ছিল। ধৃত দু’জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশে খুন হয়েছেন কিরণদেবী।
|
পরিবহন কার্যালয়
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম মহকুমায় এই প্রথম পরিবহন কার্যালয় চালু হল। বসবেন ঝাড়গ্রামের সহকারি আঞ্চলিক পরিবহণ আধিকারিক অমিত দত্ত। সোমবার ঝাড়গ্রাম ট্রেজারি ভবনের একতলায় কার্যালয়টির উদ্বোধন করেন মন্ত্রী সুকুমার হাঁসদা। পশ্চিম মেদিনীপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক প্রিয়ঞ্জন দাস জানান, এই কার্যালয় থেকে মহকুমা স্তরে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত পরিষেবা পাওয়া যাবে। ‘ফিটনেট সার্টিফিকেটে’র জন্য যানবাহনের পরীক্ষাও হবে সপ্তাহে একদিন।
|
টেট বিক্ষোভ সিপির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অনশন মঞ্চে ছাত্ররা |
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অনিচ্ছাকৃত অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিকল্পর দাবিতে অনশন শুরু করল ছাত্র পরিষদ। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে এই কর্মসূচি শুরু হয়েছে। সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “সংসদ কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না নিলে অনশন চলবে।” এ দিন অনশন মঞ্চে যান জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে। প্রাথমিকের টেট পরীক্ষা ঘিরে এই জেলাতেও চরম বিশৃঙ্খলা হয়। যানজটে আটকে অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। সিপির বক্তব্য, প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতার মাসুল পরীক্ষার্থীরা কেন দেবেন। সে জন্যই বিকল্প ব্যবস্থার দাবি।
|
যুব কংগ্রেসের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে সোমবার জেলাশাসককে ডেপুটেশন দিল যুব কংগ্রেসের মেদিনীপুর লোকসভা কমিটি। তাদের বক্তব্য, এই সব সংস্থা বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।
|
জিতল বামেরা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
গত ৩৬ বছরে এই প্রথম কোনও সদস্য পদ জিতল বাম বিরোধীরা। রবিবার পটাশপুর-২ ব্লকের খড়াইগড় হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির ছ’টি আসনে নির্বাচন হয়। যার মধ্যে চারটিতেই জেতে বামেরা। বাকি দু’টিতে তৃণমূল।
|
সিলিন্ডার চুরি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
গোডাউনের দরজা ভেঙে খালি ও ভর্তি মিলিয়ে ১০৩টি সিলিন্ডার চুরির অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার রামজীবনপুরে। রবিবার ওই গ্যাসের ডিলার রীনা দে চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করেন।
|
বন্দুক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
শিলাবতী নদীর পাড় থেকে বালি তোলার সময় একটি একনলা বন্দুক উদ্ধার করল পুলিশ। রবিবার চন্দ্রকোনা থানার ভালুককুণ্ডু এলাকার ঘটনা। বালি তোলার সময় শ্রমিকরা বন্দুকটি দেখতে পান।
|
অভিযুক্তের জেল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ করায় অভিযুক্ত ধরমরাজ সোনকারকে ১৪ দিনের জেল হাজতে পাঠাল হলদিয়া মহকুমা আদালত।
|
বিশ্ব বসুন্ধরা দিবস |
|
উষ্ণায়ন প্রতিরোধে শোভাযাত্রা করল শিল্পশহরের পড়ুয়ারা। সোমবার সকাল ৮টা নাগাদ হলদিয়া টাউনশিপের বন্দরের ক্লাস্টার ৫, ৬-সহ বিভিন্ন এলাকায় হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে বিদ্যুৎ ও জল সাশ্রয়ের প্রচার করে সেন্ট জেভিয়ার্সের প্রায় সাড়ে চারশো পড়ুয়া (ছবিতে)। এ দিনই দুপুরে ক্ষুদিরামনগর, কদমতলা, গাঁধীনগরের বেশ কিছু এলাকায় সবুজায়ন ও জল সংরক্ষণের প্রচারে পদযাত্রা করে শহরের পৌর পাঠভবনের পড়ুয়ারা। বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনাচক্র হয়। ছবি: আরিফ ইকবাল খান। |
|