|
|
|
|
রাস্তার হাল ফেরাতে তিন ব্লকে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস্তা সংস্কার-সহ নানা দাবিতে তিনটি ব্লকে একই সময় পথ অবরোধ করল কংগ্রেস। ডেবরা, পিংলা এবং সবংয়ে প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে। পথচলতি মানুষ চূড়ান্ত দুর্ভোগে পড়েন। জেলা কংগ্রেস নেতা বিকাশ ভুঁইয়া বলেন, “ডেবরা- সবং রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। অথচ, কাজ হচ্ছে না। রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজন।”
রাস্তা সংস্কার ছাড়াও বরদা ও বাড় গোকুলপুরে বিদ্যুতের সাব-স্টেশনের কাজ দ্রুত শেষ করা, তেমাথানি-মকরামপুর রাস্তায় সেতুর কাজ দ্রুত শেষ করারও দাবি জানান কংগ্রেস নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে ডেবরা-সবং অন্যতম। দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল। এই রাস্তা তৈরিতে প্রযুক্তিগত ত্রুটি ছিল বলেও অভিযোগ। |
|
খন্দে ভরা ডেবরা-সবং রাস্তা।—নিজস্ব চিত্র। |
গত বছর এই রাস্তা সংস্কার ও তিনটি সেতু তৈরির জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ হয়। কেন্দ্রীয় সড়ক তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়। বাড়জীবন, ফতেপুর ও গোদাবাজার এই তিনটি জায়গায় সেতু তৈরি হবে। ৭ মিটার চওড়া রাস্তা তৈরি হবে। ডেবরা, পিংলা, সবং এই তিনটি ব্লকের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে চলে গিয়েছে ২৬.৮ কিলোমিটার এই রাস্তাটি।
প্রশাসন সূত্রে খবর, অর্থ বরাদ্দ হওয়ার পর গত বছরের অক্টোবরে রাজ্য সরকার একটি সংস্থাকে কাজের দায়িত্ব দেয়। সংস্থাটি সরকারেরই অধীন। তবে শুরু থেকেই কাজের গতি ছিল না বলে অভিযোগ। রাস্তার কাজ নিয়ে পূর্ত দফতরের কাছেও নানা অভিযোগ আসতে থাকে। শেষমেশ পরিস্থিতি দেখে ওই সংস্থাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলেই প্রশ্নের মুখে পড়েছে ডেবরা-সবং রাস্তা তৈরি প্রকল্পের ভবিষ্যৎ। সোমবার সকাল দশটা থেকে সবং ব্লকে দু’টি জায়গায় এবং পিংলা ও ডেবরা ব্লকের একটি করে জায়গায় পথ অবরোধ শুরু হয়। অবরোধ হয় সবং, তেমাথানি, জামনা এবং বালিচকে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এ নিয়ে দ্রুত রাজ্য সরকারের পদক্ষেপ করা উচিত। |
|
|
|
|
|