|
|
|
|
কলাবাগান থেকে দম্পতির দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গ্রামের কলাবাগান থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গড়কিল্লা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অনিল মালিক (৪৭) ও মালতী মালিক ( ৪৩)। তাঁরা ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনিলবাবু নীলকুণ্ঠিয়া বাজারে একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। তাঁদের দুই ছেলে দিল্লিতে সোনার কাজের কারিগর এবং পরিবার নিয়ে সেখানেই থাকেন। বড় ছেলে সন্টু ও তাঁর স্ত্রী কিছুদিন আগে গড়কিল্লার বাড়িতে এসেছেন। অভিযোগ, রবিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মালতিদেবীর সঙ্গে তাঁর ছেলে ও বউমার বচসা হয়েছিল। ওই দিন বিকেল ৫টা নাগাদ স্থানীয় রঘুনাথবাড়ি বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন অনিলবাবু ও মালতিদেবী। কিন্তু রাত অবধি তাঁরা বাড়ি ফেরেননি। সোমবার ভোরে গ্রামের কয়েকজন বাসিন্দা ধান ক্ষেতে জল দিতে গিয়ে দেখতে পান মাঠের এক জায়গায় কলাবাগানের মধ্যে অনিল ও মালতিদেবীর দেহ পড়ে রয়েছে। তমলুক থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। মৃতদেহের কাছ থেকে দুটি কীটনাশকের শিশি উদ্ধার করা হয়েছে।
পারিবারিক অশান্তির কথা অস্বীকার করে সন্টু বলেন, “আমি বছরের বেশির ভাগ সময় কর্মস্থলে থাকি। কয়েকদিন আগে বাড়ি এসেছি। পরিবারে কোনও অশান্তির ঘটনা হয়েছিল বলে জানতে পারিনি।” তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান পারিবারিক অশান্তির জেরেই ওই দম্পতি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ওই দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” |
|
|
|
|
|