ভুঁইফোঁড় আর্থিক সংস্থার অফিসে বিক্ষোভ চলছেই |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সারদার ‘ভরাডুবি’র পর সোমবার অন্য ভুঁইফোঁড় অর্থ লগ্নিকারী সংস্থার অফিসগুলিতে টাকা ফেরতের দাবি জানিয়ে ভাঙচুর চালালেন আমানতকারীরা। এ দিন সবচেয়ে বড় গণ্ডগোল হয় তমলুকে। ‘রোজভ্যালী’-সহ বেশ কিছু আর্থিক সংস্থার শাখা অফিসে ভাঙচুর চালায় একদল লোক। হলদিয়ার দুর্গাচকের আকাশগঙ্গা কমপ্লেক্সের চার তলায় এক সংস্থার কার্যালয়েও গোলমাল হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরেই শিল্পশহরের বাসিন্দাদের থেকে টাকা সংগ্রহ করছিল ওই সংস্থা। দিনে ২০ টাকা করে দিলে দেড় বছরে ১২৭৪৪ টাকা, ১ লক্ষ টাকার এমআইএস-এ মাসে ১ হাজার টাকা-সহ নানা লোভনীয় প্রকল্পে বেশ কিছু গ্রাহক টাকা রাখছিলেন। |
|
দুর্গাচকের সংস্থায় বিক্ষোভ। |
সম্প্রতি সারদা পাততাড়ি গুটিয়ে নেওয়ায় সর্বস্বান্ত হয়েছে কয়েক লক্ষ আমানতকারী। এর পরেই টনক নড়েছে এই সংস্থার গ্রাহকেদেরও। এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দিশেহারা চকদ্বীপা, রায়রাঞা চকের বেশ কিছু গ্রাহক রবিবার রাতে হলদিয়ার ভবানীপুর থানায় শাখা ম্যানেজার পূর্ণেন্দু দত্ত ও সঞ্জয় সামন্ত নামে এক এজেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।
সোমবার, সপ্তাহের প্রথম দিনে সংস্থার অফিস খুলতেই ওই এলাকার তৃণমূল নেতা বিল্বপদ ভৌমিকের নেতৃত্বে জমায়েত হন গ্রাহকেরা। বিক্ষোভরত অভিজিৎ মান্না বলেন, “একটু-একটু করে জমানো ১ লক্ষ টাকার এমআইএস করেছিলাম। মাসে ১ হাজার পেতাম। ইদানীং টাকা পাচ্ছিলাম না। আজকে এসে জানতে পারলাম আমার এজেন্ট সঞ্জয় সামন্ত ৪০ হাজার টাকা লোন নিয়েছে। আমার অজান্তেই এটা কী ভাবে সম্ভব?” শেখ সাহাদদ আলি নামে আর এক জন বলেন, “মেয়াদ উত্তীর্ণ হলেও টাকা পাচ্ছি না। ফেব্রুয়ারি থেকে ঘুরছি। বলেছিল সময় লাগবে। এখন দেখছি সবার একই অবস্থা।” |
|
তমলুকে এক সংস্থার অফিসে ভাঙচুর বিক্ষোভকারীদের |
একই ভাবে দিনে ১০ টাকা, ২০ টাকা দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা ডাকঘরের তুলনায় অতিরিক্ত টাকা পাওয়ার আশায় থাকা মনসুর আলি, মমেনা বিবিরা এ দিন টাকা তুলে নিতে চাইলেও তা পাননি। সংস্থার বক্তব্য, মেয়াদের আগে টাকা তুললে আসল টাকা থেকে ৩০ শতাংশ বাদ যাবে বলে শর্তে লেখা রয়েছে। সে কথা বলতেই ভাঙচুর চলে। খবর পেয়ে দুর্গাচক থানার পুলিশ এসে ম্যানেজার পূর্ণেন্দু দত্তকে তুলে নিয়ে যায়। পূর্ণেন্দুবাবু বলেন, “আমি এই সংস্থার একজন সামান্য কর্মী। আমি কী করব?” গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পূর্ণেন্দুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভবানীপুর থানার পুলিশ।
|
—নিজস্ব চিত্র। |
|