|
|
|
|
অসমেও পরোয়ানার মুখে সুদীপ্ত সেন |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আমানতকারী, এজেন্ট ও কর্মচারীদের প্রতারণা করে বেতন ও সঞ্চিত অর্থ ফেরত না-দেওয়ায় অসম পুলিশও সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চলেছে।
একই সঙ্গে গৌহাটি হাইকোর্ট সারদা গোষ্ঠী এবং অন্যান্য ভুঁইফোঁড় লগ্নি সংস্থার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে। ওই সব সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করে আমানতকারীদের কিছুটা হলেও টাকা ফেরত দেওয়া যায় কি না, সেই ব্যাপারে রাজ্য সরকারকে একটি প্রস্তাব জমা দিতে বলেছে হাইকোর্ট। সুদীপ্তবাবুর সংবাদপত্রের গুয়াহাটির প্রকাশক অভিযোগ করেছেন, কংগ্রেসের বেশ কিছু নেতা-মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই রাজ্যে সুদীপ্তবাবুর ব্যবসা ফুলেফেঁপে উঠেছিল। তিনি হুমকি দেন, সব মন্ত্রীর নাম সাংবাদিক বৈঠক ডেকে ফাঁস করে দেবেন।
গৌহাটি হাইকোর্টে সারদা গোষ্ঠী-সহ সব ভুঁইফোঁড় লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন তথ্য অধিকার কর্মী অখিল গগৈ। তাঁর অভিযোগ, সেবি বা রিজার্ভ ব্যাঙ্কের নিয়মনীতি না-মেনে সারদা গোষ্ঠী অসম থেকে বেআইনি ভাবে পাঁচ হাজার কোটি টাকা তুলেছে। হাইকোর্ট বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে জনস্বার্থের মামলা রুজু করে রাজ্য সরকার ও পুলিশকে রাজ্যের ভুঁইফোঁড় লগ্নি সংস্থাগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলে। অসম পুলিশের তরফে আজ হাইকোর্টে যে-তথ্য পেশ করা হয়, সেই অনুযায়ী রাজ্যে মোট ১১৭টি ছোট-বড় ভুঁইফোঁড় লগ্নি সংস্থার বিরুদ্ধে ১৯২টি অভিযোগ দায়ের করা হয়েছে। হাইকোর্ট নির্দেশ দেয়, প্রতিটি ঘটনার তদন্তের জন্য সময় বেঁধে দিতে হবে। প্রয়োজনে ভুঁইফোঁড় লগ্নি সংস্থার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে একটি প্রস্তাব জমা দিতে বলেছে হাইকোর্ট। |
|
|
|
|
|