কেন্দ্র-বিরোধী সুর চড়াল তৃণমূল
ভুঁইফোঁড় আর্থিক সংস্থা নিয়ে যখন পশ্চিমবঙ্গ উত্তাল তখন বিভিন্ন বিষয় নিয়ে রাজধানীতে মনমোহন সরকারকে রাজনৈতিক আক্রমণের কৌশল নিলেন তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা-এই সমস্ত বিষয় নিয়ে সংসদে আজ থেকেই সরব হয়েছে তৃণমূল। দফায় দফায় সংসদ অচল করে দিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্ট করে দিয়েছে তারা।
বিরতির পর আজই ছিল সংসদের প্রথম দিন। শুরু থেকেই দিল্লিতে দলনেত্রীর হেনস্থার প্রতিবাদে সরব হন তৃণমূল নেতৃত্ব। সংসদের গাঁধী মূর্তির পাদদেশে আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন তৃণমূল সাংসদেরা। পরে তা গড়ায় সংসদের ভিতরেও। তৃণমূল-সহ বিরোধী দলগুলির বিক্ষোভে দফায় দফায় স্থগিত করে দিতে হয় লোকসভার অধিবেশন। তৃণমূল নেতৃত্বের দাবি, শুধু আজই নয়। দলনেত্রীর হেনস্থার বিষয়টি ছাড়াও কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতি, বিশেষত আর্থিক বঞ্চনার প্রশ্নে পরেও সরব হবে তৃণমূল। আজ দলের রাজ্যসভার নেতা মুকুল রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২৬ এপ্রিল কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করবে তৃণমূল।
তৃণমূল সাংসদদের বিক্ষোভ। সোমবার সংসদ চত্বরে। ছবি: রমাকান্ত কুশওয়াহা
এসএফআইয়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সকাল দশটা থেকে গাঁধী মূর্তির পাদদেশে পোস্টার-ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা।
লোকসভায় অধিবেশন শুরু হতেই মমতার হেনস্থার প্রতিবাদে দফায় দফায় ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূল সাংসদেরা। একই ভাবে রাজ্যসভায় সরব হন শুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েনরা। পরে কল্যাণবাবু জানান, পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্র যে ভাবে আর্থিক অবরোধ জারি রেখেছে তার প্রতিবাদে তাঁরা আগামিকাল একই ভাবে সরব হবেন। জনগণের সামনে কেন্দ্রের প্রকৃত চেহারা তুলে ধরবে দল।
মমতা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি করে আসছিলেন। ওই একই ধাঁচের দাবি জানিয়ে আসছিল প্রতিবেশী রাজ্য বিহারও। কিন্তু সম্প্রতি বিহারের জন্য কেন্দ্র বিশেষ আর্থিক সহায়তা দেওয়ায় পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের রাজনৈতির প্রতিহিংসার অভিযোগ তুলেছেন খোদ মমতাও। এখন বঞ্চনার সেই অভিযোগকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করতে সংসদ চত্বর ও সংসদের ভিতরেও সুর চড়াচ্ছে দল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.