|
|
|
|
কংগ্রেসকে আগ্রাসী আন্দোলনের পরামর্শ রাহুলের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি নিয়ে তৃণমূল যখন চাপে, তখন প্রদেশ কংগ্রেসকে আরও আগ্রাসী হয়ে সরকার বিরোধী আন্দোলনে নামার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর পুনর্মিলন অনুষ্ঠানে রাহুল রাজ্য নেতাদের জানান, এ নিয়ে তিনি শীঘ্রই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সবিস্তারে আলোচনা করবেন।
দীর্ঘদিন পর আজ দিল্লিতে এনএসইউআই-এর পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। সংগঠনের প্রতিষ্ঠার সময় থেকে যাঁরা তার বিভিন্ন পদে ছিলেন, তাঁদের ওই অনুষ্ঠানে ডাকা হয়। সেই সুবাদে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা, প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি, প্রাক্তন মন্ত্রী অম্বিকা সোনি, মুকুল ওয়াসনিকের মতো কংগ্রেস নেতারা সেখানে যান। পশ্চিমবঙ্গের নেতাদের মধ্যে ছিলেন বিধায়ক অসিত মিত্র, প্রদ্যোৎ গুহ, শুভঙ্কর সরকার প্রমুখ।
ওই অনুষ্ঠানে সনিয়া গাঁধীও উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনএসইউআই-এর সাংগঠনিক নির্বাচন শুরু করার জন্য রাহুলের প্রশংসাও করেন সনিয়া। সেই সঙ্গে তিনি বলেন, “কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে বিরোধীরা। কিন্তু ইউপিএ শাসনে বহু ভাল কাজ হয়েছে। ছাত্র নেতাদের উচিত রক্ষণাত্মক না হয়ে পাল্টা প্রচার করা।” অনুষ্ঠানের মাঝেই পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে পৃথক ভাবে কথা বলেন রাহুল। রাজ্যের নেতারা রাহুলকে জানান, ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থাগুলিকে প্রশ্রয় দেওয়ার জন্য তৃণমূল এবং সিপিএম দু’ দলের উপরেই মানুষ ক্ষুব্ধ। ফলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজনৈতিক পরিসর বাড়ানোর সুবর্ণ সুযোগ এখনই। অসিতবাবুদের দাবি, রাহুল তাঁদের জানিয়েছেন, লোকসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেসকে আরও আগ্রাসী আন্দোলনে উৎসাহিত করতে শীঘ্রই প্রদেশ সভাপতি ও পরিষদীয় দলনেতাকে তিনি ফের বৈঠকে ডাকবেন। |
|
|
|
|
|