|
|
|
|
ব্যাগ ঘিরে আতঙ্ক পটনা বিমানবন্দরে |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পটনা বিমানবন্দরে দু’টি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক দেখা দেয়। বিমানবন্দরের যাত্রী এবং কর্মীদের মধ্যে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। ফোনে এই খবর আসার পরেই এলাকাটি সিআইএসএফ এবং পুলিশ ঘিরে ফেলে। যার ব্যাগ পরে তাঁর হদিশ মিললে দেখা যায় তিনিই ফোনে বিমানবন্দর কর্তৃপক্ষকে বোমা রাখার খবর দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ সুরেন্দ্র প্রসাদ নামে এক ব্যক্তি মুম্বই যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ওই সময় তিনি বিমানবন্দরে রিপোর্ট করেছিলেন বলে জানা গিয়েছে। তিনি মুম্বইয়ে, ওএনজিসিতে কর্মরত। এরপর সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফোনে খবর আসে, বিমানবন্দরে যাত্রীদের বসার জায়গায় দু’টি ব্যাগে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। বিমানবন্দরে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। ব্যাগের মালিকের খোঁজে পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কর্তৃপক্ষ মাইকে ওই ব্যাগের মালিকের খোঁজ করতে থাকেন।
ইতিমধ্যে বোম স্কোয়াডের কর্মীরা সেখানে হাজির হয়। ব্যাগ দু’টিকে বিমানবন্দর এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বোম স্কোয়াডের কর্মীরা ব্যাগ দু’টি খোলেন। ব্যাগ দু’টি থেকে ব্যক্তিগত ব্যবহারের জিনিস ছাড়া কিছুই পাওয়া যায়নি। পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “সুরেন্দ্র প্রসাদ নামে ওই ব্যক্তি পটনা থেকে মুম্বই যাচ্ছিলেন। তিনি মানসিক রোগের শিকার। পাঁচ দিন ধরে ওষুধ না খাওয়ার ফলে তাঁর সমস্যা বেড়েছে। তিনি বলেছেন, আমি নিজে বিমানবন্দরে ফোন করে বোমা রাখা আছে বলে খবর দিয়েছি।” |
|
|
|
|
|