আমানতকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে বর্ধমানের প্রণবানন্দ সমবায় ব্যাঙ্কের প্রাক্তন সিইও ভাস্কর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিনটি মামলায় আগামী ৪ মে চার্জ গঠন হবে জেলা আর্থিক অপরাধ দমন বিশেষ আদালতে। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায়। সোমবার ভাস্করবাবুকে তিনটি মামলায় ওই বিশেষ আদালতে এবং সম্প্রতি দায়ের হওয়া আরও চারটি মামলায় বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। সিজেএম আদালতেও তাঁর জামিনের আবেদন নাকচ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাস্করবাবুর বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা অপরাধ দমন বিশেষ আদালতে ছিল। সোমবার ওই আদালতের বিচারক চৈতালি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ৪ তারিখ ভাস্করবাবুর বিরুদ্ধে ওই তিনটি মামলায় চার্জ গঠন করা হবে। এর মধ্যে বর্ধমান থানায় দু’টি মামলা ও আউশগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ ভাস্করবাবুকে গ্রেফতার করে। সরকারি আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, মাসখানেক আগে বর্ধমান, আউশগ্রাম, রায়না ও খণ্ডঘোষ থানায় চারটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে আরও বেশ কিছু মামলায় তাঁকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার বিভিন্ন আদালতে হাজির করানো হয়েছিল। সোমবার মাসখানেকের মধ্যে দায়ের হওয়া নতুন চারটি মামলায় তাঁকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়েছিল। এ দিন ওই মামলাগুলিতে ভাস্করবাবুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সরকারি আইনজীবী পীযূষবাবু জানান, বিচারক ৩ মে পর্যন্ত তাঁর জেল হাজতের নির্দেশ দিয়েছেন। |