একশোটা পরিবারের জন্য বরাদ্দ কেবল একটি কল। তাতেও দু’দিন ধরে জল পড়ছে না। এর জেরে দেড় ঘণ্টা ধরে জামুড়িয়ার থানামোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন রেল কলোনির বাসিন্দারা।
এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান, তিন ইঞ্চি পাইপলাইনে জলাধার থেকে জল আসে। রাস্তার দু’পাশে যাদের বাড়িতে জলের সংযোগ আছে তাঁদের বেশিরভাগই টুলু পাম্প চালিয়ে অতিরিক্ত জল টেনে নিচ্ছেন বলে অভিযোগ। যার জেরে প্রতিদিনই ঘণ্টা দেড়েক ধরে সুতোর মতো জল পড়ে। বাসিন্দারা নিজেদের মধ্যেই ঠিক করে নিয়েছেন, পনেরো কেজির দু’টি জ্যারিকেন ভর্তি জল প্রতিটি পরিবার পাবে। এর ফলে প্রতিটি পরিবারের জল মেলে তিনদিন পরপর। এই সময়ের মধ্যে কারও জল প্রয়োজন হলে একটি চাপা কলের লাল জল ব্যবহার করতে হচ্ছে। পুরসভা বিভিন্ন এলাকায় ট্যাঙ্কারে জল সরবরাহ করলেও তাঁদের এলাকার প্রতি উদাসীন বলে অভিযোগ বাসিন্দাদের।
তাঁর আরও দাবি, এ দিন একটি জলের ট্যাঙ্কার তাঁদের এলাকার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ট্যাঙ্কারের চালককে জল দিতে বললে তিনি পুরসভার অনুমতি ছাড়া জল দিতে অস্বীকার করেন। তারই প্রতিবাদে পুরসভার কাছে পরিস্রুত জলের দাবিতে ওই ট্যাঙ্কারটি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টা দেড়েক পর পুলিশ এসে ট্যাঙ্কার থেকে জল দেওয়ার ব্যবস্থা করে দিলে অবরোধ তুলে নেওয়া হয়। জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, ওই এলাকায় জল সমস্যা হচ্ছে। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অভিযানে নেমে অবৈধ টুলু পাম্পগুলি বাজেয়াপ্ত করা হবে। তাতে জল সমস্যা মিটবে বলেই তিনি মনে করেন। তবে কত দিনের মধ্যে এই পদক্ষেপ করা হবে তা বলতে পারেননি তিনি। ভাস্করবাবু বলেন, “এদিন বিক্ষোভের খবর পেয়ে আমি নিজে পুলিশকে ফোন করে জল দেওয়ার ব্যবস্থা করতে বলি।” |