দ্বিতীয় ডিভিশনে জয়ী জাতীয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল জাতীয় সঙ্ঘ। সোমবার সুপার থ্রি পর্বের শেষ ম্যাচে তারা গলসি উদয়ন সঙ্ঘকে ৬৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে জাতীয় সঙ্ঘ নির্ধারিত ২০ ওভারে ১৬৩-২ রান করে। মাঠ ভিজে থাকার জন্য ৩৫ ওভারের বদলে ২০ ওভারের ম্যাচ করা হয়। দলের জিত্ চট্টোপাধ্যায় ৬১ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। স্বপন দে করেন ৩৩ রান। পরে গলসি উদয়ন ১৯.৩ ওভারে করে ১০৩ রান। দলের রাজীব বসাক ২৫ রান করেন। জাতীয় সঙ্ঘের সঞ্জীব সরকার (১৬-২) উইকেট, রাজা পাল (২০-২) ও ভারত রাউত (২৫-২) বোলিংয়ে সফল।
|
পাথর জোগান দেওয়াকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূলের দুই গোষ্ঠী। জামুড়িয়ার মণ্ডলপুর এলাকার স্থানীয় তৃণমূল নেতা উত্তম কর্মকারের অভিযোগ, তৃণমূলেরই অঞ্জন সরকারদের সঙ্গে তাদের ব্যবসায়িক সমস্যা হয়েছিল। সোমবার অঞ্জনবাবুর নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালালে তাঁদের দু’জন আহত হন। জামুড়িয়া থানায় অঞ্জনবাবুর পাল্টা অভিযোগ, উত্তমবাবুরাই তাদের মারধর করেছেন। জামুড়িয়া ব্লক ১ তৃণমূল সভাপতি পুণ্যশশী রায় বলেন, “আমরা নিরপেক্ষ তদন্ত চাই।” পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগ কাম নক আউট সিনিয়র ডিভিশন ক্রিকেটে সোমবার প্লে-অফ ম্যাচে জিতল রঘুনন্দন সিসি। আসানসোল স্টেডিয়ামে তারা অমিত মজুমদার সিসি-কে ৩০ রানে হারায়। প্রথমে রঘুনন্দন ৮ উইকেটে ১৬২ করে। জবাবে ১৩০ করে অমিত মজুমদার সিসি।
|
হারল ভারতী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেলপাড় ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল এসিসি। তারা রেলপাড় দুর্গামন্দির মাঠে ভারতী সঙ্ঘকে ৩-১ গোলে হারায়। |