সেট-টপ বক্স ছাড়া টিভি দেখা যাবে কি না, তাই নিয়ে চলা দীর্ঘ বিতর্ক মিটতেই এ বার কেন্দ্রীয় শুল্ক বিভাগের সঙ্গে চাপান-উতোর শুরু হয়েছে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) এবং মাল্টি সার্ভিস অপারেটর (এমএসও) সংস্থাগুলির। দিল্লির নির্দেশে কলকাতা মেট্রো এলাকায় ৪২ লক্ষ গ্রাহককে সেট-টপ বক্স বিক্রির জন্য প্রায় ৮৭ কোটি টাকা আমদানি শুল্ক দিতে হবে ওই সংস্থাগুলিকে। এই নিয়েই আপত্তি তুলেছে তারা। সংস্থাগুলির দাবি, সেট-টপ বক্স শুল্কযোগ্য নয়। সংস্থাগুলির এই দাবি অবশ্য নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ফলে বিদেশ থেকে নতুন করে যে সব সেট-টপ বক্স আসছে, শুল্ক দিয়েই তা ছাড়িয়ে আনতে হচ্ছে সংস্থাগুলিকে।
ডিটিএইচ এবং এমএসও-দের বক্তব্য, বিদেশ থেকে আমদানি করা সেট-টপ বক্সগুলি গ্রাহকদের কাছে বিক্রি করা হয়নি, বিলি করা হয়েছে। সেট-টপ বক্স চালু করা নিয়ে যখন কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে মতান্তর চলছে, তখন এমএসও-রা মহাকরণে জানিয়েছিল যে তারা সেট-টপ বক্সগুলি গ্রাহকদের বিক্রি করছে না। এককালীন কিছু টাকার বিনিময়ে ‘লিজ’ দেওয়া হচ্ছে ওই যন্ত্রগুলি। তাদের যুক্তির পক্ষে ২০১১ সালে জেরক্স ইন্ডিয়া লিমিটেড ও নয়াদিল্লির কমিশনার অফ কাস্টমস (ইমপোর্ট অ্যান্ড জেনারেল)-এর মধ্যে এক মামলায় অথরিটি অফ অ্যাডভান্স রুলিং (সেন্ট্রাল এক্সাইজ, কাস্টমস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) কর্তৃপক্ষের রায় উল্লেখ করেছে সংস্থাগুলি। ওই রায়ে বলা হয়, যে সব জিনিস খুচরো বিক্রির উদ্দেশ্যে আমদানি করা হয় না, সেগুলির খুচরো দাম জানানো এবং আমদানি শুল্ক দেওয়ার দরকারই হয় না। সংস্থাগুলি তাদের বক্তব্য দিল্লিকেও জানিয়েছে।
কিন্তু পাল্টা যুক্তি দিয়ে সংস্থাগুলির দাবি নাকচ করে দিয়েছে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক। কী বক্তব্য তাদের?
কেন্দ্রীয় শুল্ক অফিসারদের দাবি, ডিটিএইচ এবং এমএসও সংস্থাগুলি প্রতিটি যন্ত্র বিক্রি করছে। কিন্তু গ্রাহককে যে বিক্রির কোনও রসিদ দেওয়া হচ্ছে না, সেই প্রমাণও তাদের কাছে রয়েছে। শুল্ক কমিশনারেট সমীক্ষা করে দেখেছে, প্রতিটি সেট-টপ বক্সের জন্য আমদানি শুল্ক লাগবে গড়ে ২০৬ টাকা ৩০ পয়সা। এই হিসাবেই কলকাতা মেট্রো এলাকায় প্রাপ্য হয়েছে প্রায় ৮৭ কোটি টাকা। কেন্দ্রকে চিঠি পাঠিয়ে কলকাতার আঞ্চলিক কমিশনার জানিয়ে দিয়েছেন, শুধু সেট-টপ বক্স নয়, মোডেম, গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মতো যন্ত্র আমদানি করে ডিটিএইচ এবং এমএসও সংস্থাগুলি বিক্রিই করছে। তাই ওই সমস্ত পণ্যও শুল্কের আওতায় পড়ে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশিত তথ্য জানিয়েছে, কলকাতা-মুম্বই-দিল্লি-চেন্নাইয়ে বসবাসকারী পরিবারের মধ্যে ৯৬% বাড়ির টিভি-তে সেট-টপ বক্স লাগানো হয়েছে। এই তথ্যের উপরে ভিত্তি করে কেন্দ্রীয় শুল্ক দফতর জানিয়েছে, ওই চার শহরে সেট-টপ বক্স বিক্রি বাবদ ৪৮২ কোটি টাকারও বেশি আমদানি শুল্ক বকেয়া হয়েছে। যার মধ্যে কলকাতা মেট্রো এলাকায় বকেয়ার পরিমাণ প্রায় ৮৭ কোটি টাকা। মন্ত্রক ঠিক করেছে, ২০১৬-র মধ্যে দেশের সব শহরকে সেট-টপ বক্সের আওতায় আনা হবে। এ জন্য বিদেশ থেকে বেশ কয়েক কোটি সেট-টপ বক্স আমদানি করা হবে। এই পরিকল্পনা শুরুর আগেই চার মেট্রো শহর থেকে প্রাপ্য বকেয়া শুল্কের অর্থ আদায়ের কাজ সেরে ফেলতে চায় শুল্ক বিভাগ।
|