টুকরো খবর
ব্যাঙ্ক জালিয়াতি, গ্রেফতার এক
ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃত ওমপ্রকাশ শাহ হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা। লিশ সূত্রে খবর, সম্প্রতি ভিক্টর সাউ নামে কাঁথির এক ব্যবসায়ীর কাছে এক ব্যক্তি এসে দুটি লরি কিনিয়ে দেওয়ার নাম করে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য দু’টি ৫০ টাকার চেক নিয়ে যান। গত ১০ এপ্রিল ওই ব্যবসায়ী মোবাইলে ব্যাঙ্কের মেসেজের মাধ্যমে জানতে পারেন ঐ দুটি চেকের মাধ্যমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরই ভিক্টরবাবু পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভিক্টরবাবুর কাছ থেকে চেক নিয়ে যাওয়া ব্যক্তিই চেক জাল করে ব্যাঙ্ক থেকে টাকা তুলে পাণ্ডুয়ার ওমপ্রকাশ শাহের অ্যাকাউন্টে সরায়। গত ১১ এপ্রিল সেখান থেকে তা তুলে নেওয়া হয়। ওমপ্রকাশকে গ্রেফতার করে পুলিশ একটি প্রতারক চক্রের হদিশ পেয়েছে। বাকিদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কাঁথিতেও সারদা-র অফিসে বিক্ষোভ
মেয়াদ শেষেও আমানতের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে একদল লোক কাঁথি শহরের খড়্গপুর বাইপাসের ধারে ‘সারদা’-র একটি কার্যালয়ে বিক্ষোভ দেখালেন। বিক্ষুব্ধেরা কার্যালয়ে ভাঙচুরও চালান। কয়েকজন আবার আসবাবপত্র ও চেয়ার-টেবিল তুলে নিয়ে চলে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন, “আমার আমানতের মেয়াদ শেষ হয়ে গেলেও টাকা না দিয়ে বেশ কিছুদিন ধরে ঘোরাচ্ছিল। এজেন্ট বলে, নতুন পলিসির টাকা জমা না দিলে এই মুহূর্তে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। গত কয়েকদিন ধরে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বলে শুনছি। এ দিন খোঁজ নিতে এসে দেখি লোকজন ভাঙচুর করছে।” তবে এই নিয়ে কাঁথি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কংক্রিটের সেতু
কলাবেড়িয়া খালের উপর বাড় কাশিমপুরে কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হল। ভগবানপুর ১ ব্লকের কাকরা ও কাদলাগড় এবং চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন এত দিন ভগ্নপ্রায় কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হতেন। দীর্ঘ দিন ধরেই ওই এলাকার মানুষদের সেতুর দাবি ছিল কংক্রিটের সেতু নির্মাণের। সেচ দফতরের কাঁথি বিভাগের নির্বাহী আধিকারিক স্বপন পণ্ডিত জানান, “৬২ লক্ষ ৭৫ হাজার টাকায় সাড়ে আঠারো মিটার লম্বা ও তেরো ফুট চওড়া কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী ছ’মাসের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।”

বই প্রকাশ
প্রায় ২০০ বছরের প্রাচীন নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরের ইতিহাস সম্বলিত একটি বই প্রকশিত হল শুক্রবার। রাজকুমার আচার্যর লেখা ‘নন্দীগ্রামের ঐতিহ্য জানকীনাথ মন্দির’ নামে এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বনশ্রী খাঁড়া। ছিলেন জানকীনাথ মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ মাইতি, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সরোজ ভুঁইয়া প্রমুখ। জানকীনাথ মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে এ দিন রামনবমী উৎসব উদ্যাপন হয়। উৎসব উপলক্ষে মন্দিরে পূজাপাঠ, খিচুড়ি প্রসাদ ও সন্ধ্যায় রামায়ণ গানের আয়োজন করা হয়েছিল।

বসন্তোৎসব
বসন্তোৎসব ও বাসন্তী পুজো উপলক্ষে চার দিন ধরে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করল এগরা ১ ব্লকের কুদি ভুবনেশ্বরপুর বার্নিং স্টার ক্লাব। ১৭-২০ এপ্রিল নানা রকমের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সচেতনতা শিবির, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান শিবির হয় সংস্থা প্রাঙ্গণে। এ ছাড়াও বসন্তোৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করল ভগবানপুর ১ ব্লকের নোনানস্করপুর নবজাগ্রত সঙ্ঘ। এখানেও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ও রক্তদান শিবির আয়োজিত হয়।

সিটুর মিছিল
একগুচ্ছ দাবিতে শুক্রবার সিটুর পক্ষ থেকে ভগবানপুর ১ ব্লকের গুড়গ্রাম এলাকায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ হল। দাবিগুলি হল, নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন করা-সহ সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করা, রাজ্য জুড়ে সিপিএম কার্যালয়ে ভাঙচুর, মিথ্যা মামলায় দলীয় নেতাকর্মীদের জড়ানোর ঘটনা বন্ধ করতে হবে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত মহাপাত্র, সিপিএমের গোপীনাথপুর লোকাল কমিটির সম্পাদক কালীপদ জানা প্রমুখ।

গ্রেফতার স্বামী
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল স্বামী। শুক্রবার সন্ধ্যায় হলদিয়ার রাজারচক থেকে অভিযুক্ত দুধকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার তাঁর স্ত্রী আরতি দাসের (২৭) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেদিন মৃতার বাপের বাড়ির লোকেরা অভিযোগ না করলেও এ দিন দুপুরে হলদিয়া থানায় এসে মৃতার ভাই অরুণ রুইদাস দিদির স্বামী, শাশুড়ি ও দুই দেওরের নামে অভিযোগ দায়ের করেন। এর পরেই দুধকুমারকে ধরে পুলিশ।

ভাঙন রোধে
‘রূপনারায়ণের পাড়ে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। সেই কাজে অবশ্য সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বালি-মাটি ভরে ফেলা হচ্ছে যে বস্তায়, তা অত্যন্ত নিম্নমানের। রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র অভিযোগ পেয়েছেন জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সেচ দফতরের পূর্ব মেদিনীপুর বিভাগের নির্বাহী বাস্তুকার অরুণাভ ভট্টাচার্যও অভিযোগ কার্যত মেনে নিয়ে বলেন, “কয়েক লক্ষ বস্তা ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে কিছু নিম্নমানের বস্তা আছে। সেগুলি বাতিল করা হচ্ছে।” কাজে ধীর গতির অভিযোগ অবশ্য মানেননি তিনি। ছবি তুলেছেন পার্থপ্রতিম দাস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.