আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অভিযোগ তুলে মহকুমাশাসকের দ্বারস্থ হলেন বামফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার শহরের এক বাম প্রতিনিধি দল মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেয়। নেতৃত্বে ছিলেন কমল ঘোষ, সারদা চক্রবর্তী প্রমুখ। দিল্লির ঘটনার পর মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে যুব তৃণমূল সিপিএমের জেলা অফিস, জোনাল অফিস, ছাত্র-যুবর জেলা অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও যুব তৃণমূল নেতৃত্ব এমন অভিযোগ উড়িয়ে দেন। এ দিন মহকুমাশাসকের সঙ্গে দেখা করে ফ্রন্ট নেতৃত্ব দাবি করেন, পুলিশের উপস্থিতিতে দলীয় অফিসে হামলা হয়। অথচ, পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
|
খড়্গপুর লোকাল থানা এলাকার মাংলোয় থেকে বাড়ভাসি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থা করার দিনেও খড়্গপুর লোকাল থানার বিভিন্ন এলাকায় প্রতিবাদে মিছিল করেছিল তৃণমূল। সে দিন তৃণমূল ও সিপিএমের সঙ্গে সংঘর্ষে ৩ তৃণমূল সমর্থক গুরুতর আহত হন। তাঁদের মধ্যে নিরঞ্জন গিরি নামে এক সমর্থক এখনও কলকাতায় চিকিৎসাধীন। তবে বাকি দু’জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বৃহস্পতিবারই ছাড়া পেয়েছেন। ওই ঘটনার প্রতিবাদেই এ দিনের মিছিল বলে তৃণমূল নেতা অজিত মাইতি জানান।
|
শাবড়ায় সংঘর্ষ, পুড়ল বাড়ি |
নারায়ণগড় থানা এলাকার শাবড়া গ্রামে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ হল কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। ঘটনায় কেউ জখম না হলেও দু’পক্ষের ২টি বাড়ি পোড়ার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহলও রয়েছে। তবে শুক্রবার সন্ধে পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দুবে বলেন, “ঘটনার কথা শুনেছি। এলাকায় গিয়ে খোঁজ নেওয়ার পরে বলতে পরব।” তৃণমূল নেতা শৈবাল গিরি বলেন, “রাতে হঠাৎ আমাদের এক সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুরো ঘটনার কথা পুলিশকে জানিয়েছি।”
|
স্নানঘরে পড়ে মৃত্যু ছাত্রের |
স্নানঘরে পড়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম অর্পণ মাইতি (২০)। অর্পণ ভাল ক্রিকেট খেলত। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে ঘুম থেকে ওঠে স্নানঘরে ঢোকে অর্পণ। হঠাৎ স্নানঘরে শব্দ শুনে এবং কোনও সাড়া না পেয়ে স্নানঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় অর্পণ পড়ে রয়েছে। দ্রুত এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অর্পণের। মেদিনীপুর শহরের ক্ষুদিরামনগর এলাকার বাসিন্দা অর্পণ গড়বেতা কলেজে ইংরেজি অনার্সের ছাত্র ছিলেন। এ বারই তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষাও দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, দাঁতন থানা এলাকার উঁচুডিহা গ্রামে। বৃহস্পতিবার রাতে ওই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করার পর ওই গ্রামেরই বাসিন্দা সুকুমার হেমব্রমকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হলে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম থানা এলাকার নিমাইনগর গ্রামের বাসিন্দা ওই তরুণী তাঁর দাদার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখানেই সুকুমারের সঙ্গে তার আলাপ হয়। মঙ্গলবার রাতে সুকুমার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
পাম্প বিকল হয়ে যাওয়ায় এবং বিদ্যুতের ট্রান্সফর্মারে ত্রুটি ধরা পড়ায় গত ক’দিন ধরে খড়্গপুর শহরে জল সরবরাহ ব্যাহত হয়। শহরে তীব্র জল সঙ্কটও দেখা দেয়। কিছু এলাকায় দিনে একবার করে জল সরবরাহ করা সম্ভব হয়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে দাবি জল দফতরের ভারপ্রাপ্ত পুরপ্রধান পারিষদ সুশান্ত চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, “একটি পাম্প মেরামত হয়েছে। শুক্রবার খড়্গপুর শহরের সর্বত্র দু’বার জল দেওয়া হয়েছে।” তাঁর আশ্বাস, “জল সমস্যার সমাধানে কিছু পদক্ষেপও করা হচ্ছে।”
|
ঝড়ে গাছ পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে গেল ৬০ নম্বর জাতীয় সড়কে। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে গড়বেতা থানা এলাকার ধাদিকাতে। প্রবল ঝড়ে রাস্তার ধারের এক বটগাছ উল্টে পড়ে রাস্তায়। পরে পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় গাছ কেটে রাস্তা পরিস্কার করা হয়। প্রায় ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। এর জেরে রাস্তায় যানজটে তৈরি হয়। |