|
|
|
|
|
|
উত্তর কলকাতা |
স্বাস্থ্য শিবির |
চাপ কমাতে |
সঞ্জয় সিংহ |
ওঁদের স্লোগান একটিই— সুস্থ থাকুন, ভাল থাকুন, আরও অনেক দিন আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন।
এই স্লোগান দিয়েই ওঁরা পথে নেমেছেন। বলা ভাল, বাজারে ঘুরছেন।
ওঁরা মানে বাগবাজারের ‘আমার অধিকার’-এর সদস্য-সদস্যরা। ওঁদের লক্ষ্য উচ্চ রক্তচাপ থেকে মানুষকে সতর্ক করা। কেন? সংগঠনের সাধারণ সম্পাদক বাপি ঘোষ জানিয়েছেন, রক্তদান শিবির বা থ্যালাসেমিয়া-মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিবির করতে গিয়ে ওঁরা দেখেছেন বহু মানুষই উচ্চ রক্তচাপের রোগী। কিন্তু তাঁরা এই বিষয়ে সচেতন নন। তাঁদের সচেতন করতেই ওঁদের বাজারে বাজারে হানা দেওয়া। বাজারে কেন? বাপির কথায়, “বাজার করতে গিয়ে অনেকেই দেখা যায় মাথা ঘুরে পড়ে যান। হার্ট অ্যাটাক হয়। কারণ, তাঁরা যে উচ্চ রক্তচাপে ভুগছেন এটা জানতেনই না। তাই মানুষকে রক্তচাপ নিয়ে সচেতন করতেই আমরা কলকাতার বিভিন্ন বাজারের সামনে শনি ও রবিবার সকালে শিবির করছি।” |
|
মাত্র এক টাকার বিনিময়ে রক্তচাপ পরীক্ষা করিয়ে দিচ্ছে ‘আমার অধিকার’। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ১০-১৫ টাকা দিয়ে গরিব মানুষের পক্ষে রক্তচাপ পরীক্ষা করানো সম্ভব নয়। সেই কারণে মাত্র এক টাকা দিয়ে ওঁরা পরীক্ষার ব্যবস্থা করেছেন। গত ৭ এপ্রিল বাগবাজার বাজারের সামনে শিবির দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়েছে। ওই দিন ৩৪৭ জনের রক্তচাপ পরীক্ষা হয়েছে। এর পরে কলকাতার সমস্ত বাজারে কর্মসূচির বিস্তার হবে। এ জন্য একটি মেডিক্যাল ভ্যানও ওঁরা কিনছেন। আগামী বছর অ্যাম্বুল্যান্স কেনারও পরিকল্পনা করেছেন ওঁরা। |
|
|
|
|
|